দু'ভাই ৩০ বছর ধরে একসাথে ছবি আঁকেন। তাদের সকল কর্ম তাদের দু'জনের হাতেই সম্পূর্ণ হয়। কেউ বুঝতে পারে না যে এমন ভিন্ন চরিত্রের মানুষ কীভাবে একসাথে এতো সমন্বিত ও সুন্দর ছবি সৃষ্টি করে। জন ক্লার্ক দু'জনের সঙ্গে দশ বছর ধরে পরিচিত । ব্যাপারে তিনি বলেন:
"আমি নিজের ভাইয়ের সঙ্গে এত লম্বা সময় ধরে সহযোগিতা করে তা চিন্তাও করতে পারি না। মনে হয় অসম্ভব। বিশেষ করে শিল্পীদের কাছে অন্যদের ধারণা গ্রহণ করা খুব কঠিন ব্যাপার। আমি বিশ্বাস করি, তাদের দু'জনের মধ্যে অসাধারণ মৈত্রী রয়েছে।"
চৌ শান জুও ও চৌ তা হুয়াং বলেন, প্রথমে তারা সমন্বিতভাবে ছবি আঁকার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে বুঝেছেন যে শিল্পকলা ক্ষেত্রে মতভেদ থাকা খুব সাভাবিক এবং সাধারণ। এমনকি এমন বিভিন্নধারা তাদের ছবি আঁকার সময় অসাধারণ ভূমিকা পালন করে। ছবিগুলো আরো ভাল হয়ে উঠে। সম্ভবত ছবি'র উপরে নিখুঁতভাবে দূশ্য ও বিষয় কুসিয়ে তোলা হলো তাদের দু'জনের একীভুতভাবে কাজ করার শক্তি।
তাদের দু'জনের ছবিগুলো সংগ্রহ করা বিশেষজ্ঞদের কাছে খুব মূল্যবান মনে হয়। একটি ছবির দাম প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। পশ্চিমের সংবাদ মাধ্যম বলেন তারা দু'জন এখন বিশ্বের প্রথম সারির শ্রেষ্ঠ শিল্পীর সারিতে। কেউ কেউ বলে তারা শিল্পকলা বাজারের নিয়ম খুব ভালভাবেই আয়ত্ত করেছেন। কিন্তু চৌ শান জুও'র মতে তাদের সাফল্য আসলে তাদের চিন্তার বাইরে।
"আসলে আমরা বাণিজ্যিক ক্ষেত্রে বেশি জানি না। আমি মনে করি তা হলো আমাদের কর্মের আকর্ষণ। অনেক কিছু ঘটেছে স্বয়ক্রিয়ভাবে, তা আমাদের চিন্তার বাইরে।"

এখন পশ্চিমা দেশের অনেক বড় বড় শিল্পপতি বা পাসিদামীলোক তাদের ছবি সংগ্রহ করেন। এবং কিছু কিছু রাজনৈতিকবিদ ও শিল্পীরাও ব্রাদার চৌ'র ছবি সম্পর্কে খুব আগ্রহী। বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো নিজের জন্মদিনের পার্টিতে তাদের ছবি প্রদর্শন করেছেন। ১৯৯৪ সালে দু'জন নিজের তহবিল প্রতিষ্ঠা করেছে। এই তহবিল নবীণ শিল্পীদের উন্নয়নে সাহায্য করে থাকে। এখন তারা নিজেদের শিল্পকলা কেন্দ্র স্থাপন করেছেন এবং তাদের রয়েছে নিজস্ব ভাস্কর্য পার্ক । চৌ শান জুও বলেন:
"আমাদের তহবিল এখন ভালভাবে চালু হচ্ছে। কয়েক বছর আগে আমরা নিজেদের শিল্পকলা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। সেই কেন্দ্র প্রায় ৯ হাজার বর্গ কিলোমিটার বড়। এবং আমাদের ভাস্কর্য পার্ক এখন বিশ্বের বিভিন্ন দেশের কবি, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতাদের অভ্যর্থনা জানায়। (ইয়াং ওয়েই মিং) 1 2 3 4
|