 চিত্রশিল্পী চৌ শান জুও ও চৌ তা হুয়াং-এর বিশ্বের চিত্রকলা ক্ষেত্রে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তারা দুজন আপন ভাই। বৈশিষ্টময়তা ও বৈচিত্রময়তা হলো তাদের চিত্রকলার্ব আকর্ষণের কারণ।
বড় ভাই চৌ শান জুও ও ছোট ভাই চৌ তা হুয়াং বিংশ শতাব্দীর ৫০এর দশকে চীনের কুয়াংসি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাদের জন্মস্থানের একটি পাহাড়ের পাথরে একটি ২ হাজার বছর আগের ছবি আঁকা আছে। তাকে মানুষ বলে "হুয়া শান ইয়েন হুয়া"। এই ছবিতে মানুষ ও পশুপাখীর আকার ও ভঙ্গী খুব চঞ্চল এবং জীবন্ত। এই চিত্রকলা সম্পর্কে চৌ তা হুয়াং বলেন:
"ছোটবেলায় বাবা আমাদের নিয়ে মিং চিয়াং নদীতে নৌকা চালানোর সময় আমি এসব পাহাড় আঁকা চিত্র দেখেছি। তখন থেকে এসব চিত্রকলা সম্পর্কে আমার অনেক কল্পনা ছিল। তা আমার মনে গভীরে ছাপ ফেলেছে। পরে ছবি আঁকা শুরু করার পর আমি নিজের বৈশিষ্ট উন্নয়নের সময় আবার সে ছবিগুলোর কথা মনে করি। আমার মনে হয় সেই প্রাচীন ছবিগুলো প্রথমে আমাদের মনে চিত্র শিল্পের ধারণা গড়ে তুলেছে।"

1 2 3 4
|