বর্তমানে ছেন কো সিন তার নতুন ছবি "ব্লাড ব্রাদারস" নিয়ে ব্যস্ত আছেন। এবার ছেন কো সিন প্রথম বারের মতো একশন মুভি তৈরীর চেষ্টা করছেন।
পরিচালক হিসেবে দশ বছর ধরে তিনি কাজ করেছেন। তিনি মাঝে মাঝে ক্লান্ত বোঝ করেন। কিন্তু সব চেয়ে প্রিয় চলচ্চিত্রের জন্য তিনি ক্লান্ত হলেও এই পথে অটল রয়েছেন।
"আমার পরিচিত লোকের মধ্যে আমিই সবচেয়ে পরিশ্রমি। এই নিয়ে আমি কিন্তু গৌরব বোধ করি না। তা আসলে একটি দুঃখজনক ব্যাপার। কারণ, একজন পরিচালক হিসেবে তার নিজের চিন্তা ভাবনার সময় থাকা উচিত। কিন্তু আমি এমন সময় এখনো পাইনি। আমার নিজের কোম্পানি আছে, অনেক ছবি'র তত্ত্বাবধান করতে হবে। আমি নিজের জীবনের জন্য সময়ের অপেক্ষায় রয়েছি।"

1 2 3 4 5
|