
"অলমোস্ট এ লাভ স্টোরি"ছবিটি ছেন কো সিনকে পরিচালকদের উচ্চতম আসনে অধিষ্ঠিত করেছে। কিন্তু এ ছবি'র পর ছেন কো সিন অনেক দিন ধরে কিন্তু ছবি তৈরীতে হাতছেন নি। একটি নির্ধারিত স্টাইলে বুকড় হয়ে গড়তে পারেন এই ভয়ে তিনি আর কিছু একই বিষয়ের ছবি করেননি। পরে তিনি নাচ গানের ছবি "পার্হেপস, লাভ" ছবিটির মাধ্যমে ছেন কো সিন তার জীবনের একটি নতুন পর্যায়ে পৌঁছাতে সক্ষম হোন।
এই ছবিটি আবার অনেক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর ফলে ছেন কো সিন তার জীবনের আরেকটি শীর্ষ স্থানে পৌঁছাতে পারলেন। তিনি ৪৩তম হংকংয়ের গোল্ডেন হোর্স এওয়ার্ড পেয়েছেন। এই ছবিতে একটি কথা আছে, তা হলো: প্রতিটি লোকের জীবন যেন একটি ছবি'র মতো। তারা হলেন সেই ছবি'র অভিনেতা বা অভিনেত্রী। মাঝে মাঝে তারা আবার অন্যান্য মানুষের ছবিতে অংশ নেন। কখনো কখনো প্রধান অভিনেতা, কখনো কখনো তেমন গুরুত্বপূর্ণ নয়। মাঝে মাঝে কেউ তাদের অংশ কেটে ফেলে দেন, কিন্তু তারা জানতে পারে না। চলচ্চিত্রের উপরে ছেন কো সিনের দৃষ্টি অন্যদের থেকে ভিন্ন। তিনি বলেছেন, তিনি সব সময় তার ছবি'র মাধ্যমে নিজের মতামত পুরোপুরি প্রকাশ করার চেষ্টা করেন। তিনি বলেছেন:
"আমি বলেছি আমার তৈরী ছবিতে সব সময়ই আমার মতামত তুলে ধরা হয়। আমি দর্শকদের নিজেই চিন্তা করার বেশি সুযোগ দেই না। আমি ঠিকভাবে আমার মতামত প্রকাশ করি। আমার মতামতে কেউ রাজি হোক বা না হোক, এটা আমার বৈশিষ্ট।"

1 2 3 4 5
|