
"অলমোস্ট এ লাভ স্টোরি" শুধু দর্শকদের মুগ্ধ করেছে তা নয়, বরং তা ছেন কো সিন নিজেকেও মুগ্ধ করেছে। কিন্তু তাতে তিনি মুগ্ধ হয়েছেন সেটা কিন্তু ছবির গল্প নয়, তা অন্য কিছু। তিনি মনে করেন, চলচ্ছিত্র মহলের একজন কর্মকর্তা হিসেবে সবচেয়ে মুগ্ধকর কাজ হলো অনেক দর্শক, একই সিনেমা হলে বসে আছে, তাদের বয়স এক নয়, অভিজ্ঞতাও ভিন্ন ভিন্ন, কিন্তু একই জায়গায় একই গল্পের ছায়াছবি নিয়ে তারা মুগ্ধ হয় যায়। এই ব্যাপারটি ছেন কো সিনের মতে সবচেয়ে মুগ্ধকর জিনিস এবং তিনি চেষ্টা করার লক্ষ্য।

1 2 3 4 5
|