![]( /mmsource/images/2007/09/04/200631416501.jpeg) হংকং হলো একটি পূর্ব ও পশ্চিমা সংস্কৃতির সম্মিলনের স্থান। হংকংয়ের সংস্কৃতি যাদুঘর ও ইতিহাস যাদুঘর থেকে হংকংয়ের সংস্কৃতি ও ইতিহাস কিছুটা জানা যায়। মিং চি ছুয়েন পর পর এই দুটি যাদুঘরের পরিচালক ছিলেন। তিনি বলেছেন, তিনি ইতিহাসের দিক থেকে হংকংকে দেখেন।
মিং চি ছুয়েন ইতিহাস যাদুঘরে আমাদের সংবাদদাতাকে সাক্ষাত্কার দিয়েছেন। তিনি দেখতে খুব ভদ্র এবং সব সময় হাশিখুশি থাকেন। প্রায় ৫০ বছর হলেও তিনি দেখতে কিন্তু ৩০ বছরের মানুষের মতো।
![]( /mmsource/images/2007/09/04/1590c_7.jpeg)
মিং চি ছুয়েন হংকংয়ে জন্ম নিয়েছেন। হংকংয়ে তিনি ইতিহাস বিষয়ক মাস্টার ডিগ্রি করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সঙ্গে তাঁর চরিত্রের মিল আছে:
"আমি বরাবরই মনে করি ইতিহাস শেখা খুব দরকার, মানুষ তৈরী বা কাজ করার জন্য তা খুব সহায়ক। কারণ যদি ভিন্ন দিক থেকে আগের অভিজ্ঞতা থেকে কিছু শিখি তাহলে তা ভবিষ্যতের জন্য সহায়ক হবে।"
![]( /mmsource/images/2007/09/04/060325.jpg)
1 2 3
|