
(এর্দোস)
হুহহোট, পাওথৌ ও এর্দোসের ঘনিষ্ঠ সামুলন উল্লেখযোগ্য। এর্দোসের সমৃদ্ধ কয়লা ও প্রাকৃতিক গ্যাস হেভী শিল্প শহর পাওথৌর জন্য বরাবরই জ্বালানী সম্পদ সরবরাহ করে। শিল্প কেন্দ্র পাওথৌর ইস্পাত ও ভেরি যন্ত্রাংশ উত্পাদিত শিল্প এর্দোস ও হুহহোটের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে হাত বাচক ভূমিকা রয়েছে। হুহহোট অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এবং বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র হিসেবে পাওথৌ ও এর্দোসকে সমৃদ্ধ কর্মক্ষম জনশক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিগত সম্পদে সমৃদ্ধ করছে।
বর্তমানে হুহহোট, পাওথৌ ও এর্দোস অর্থনৈতিক ত্রিকোণ অঞ্চলের দ্রুত উন্নয়নের মাধ্যমে গত কয়েক বছরে সকল অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতিকে দ্রুত উন্নয়নের করে নিয়ে গেছে। একটানা পাঁচ বছরে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতির উন্নয়নের গতি চীনের প্রথম স্থানে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত 'হুহহোট, পাওথৌ ও এর্দোস অর্থনৈতিক ত্রিকোণের' জিডিপি সারা চীনের শতকরা ২ ভাগ হবে। হুহহোট, পাওথৌ ও এর্দোস স্বর্ণ ত্রিকোণের সমৃদ্ধি শুধু যে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছরের অর্থনীতির দ্রুত উন্নয়নের একটি দৃশ্টন্ত তা নয়, বরং ভবিষ্যতে অন্তর্মঙ্গোলিয়া উন্নয়নের চলিকা-শক্তিও বটে। 1 2 3
|