v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-30 20:21:12    
হুহহোট, পাওথৌ ও এর্দোসকে অর্থনৈতিক ত্রিকোণ অন্তর্মঙ্গোলিয়া

cri

   

(পাওথৌ)

হুহহোট হল অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। হুহহোট গত শতাব্দীর ৯০ দশক থেকে প্রধানত নিজের সুবিধাজনক শিল্প উন্নয়ন এবং ব্যবসার কাজ জোরদার করতে থাকে। বর্তমানে সারা শহরে ২৭২টি শিল্প-প্রতিষ্ঠানের বাণিজ্য ৫০লাখেরও বেশি। হুহহোটের মেয়র থাং আইচুন বলেছেন, গত কয়েক বছরে শিল্প কাঠামোর উন্নয়নের পাশাপাশি হুহহোটের অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি এবং দূষণহীন নতুন শিল্প-প্রতিষ্ঠানগুলো আগের বেশি দুষিত, বেশি জ্বালানী ব্যবহার করা ও অনগ্রসের শিল্প-প্রতিষ্ঠানগুলোর পরিবর্তে চালু হয়েছে। তিনি বলেছেন, 'আগে ছোট ও শক্তিহীন রাসায়নিক শিল্প, খাদ্য ও অস্থায়ী উপকরণের শিল্প-প্রতিষ্ঠান ছিল বেশি। এখন নতুন দূধে তৈরী খাবার শিল্প, বিদ্যুত্ শক্তি, টেলিযোগাযোগ, জীব-বিদ্যা, চিকিত্সা সরন্জাস উত্পাদন, ধাতুউপত্পাদন ও যন্ত্রউত্পাদন এ ছয়টি সুবিধাজনক শিল্পে পরিনত হয়েছে।'

    জানা গেছে, হুহহোটের ছয়টি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিল্পের মধ্যে দূধে তৈরী খাবার শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে চীনের দু'টি বৃহত্তম দূধে তৈরী খাবার শিল্প-প্রতিষ্ঠান হুহহোটে অবস্থিত। এখানে কৃষক ও পশুপালকরা তাদের আয়ের শতকরা ৪০ ভাগ এ দু'টি শিল্প-প্রতিষ্ঠান থেকে লাভ করেন। এ শিল্পের উন্নয়ন হুহহোট শহরে নাগরিকদেরকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে, হুহহোট শহরের প্রায় ১০লাখ নাগরিক এ কাজে নিয়োজিত রয়েছে।

(পাওথৌ)

    পাওথৌ ইস্পাত কোম্পানি, অ্যালুমিনিয়াম কোম্পানি ও উত্তরাঞ্চলের হেভী শিল্প কোম্পানিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ শিল্প-প্রতিষ্ঠান পাওথৌ শহরে অবস্থিত। পাওথৌ হল অন্তর্মঙ্গোলিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। ধাতুউত্পাদন, রের-এয়ার্থ ও যন্ত্রউত্পাদন শিল্প হল পাওথৌ শহরের প্রধান শিল্প। পাওথৌ আর্থ-বাণিজ্যিক কমিটির পরিচালক ওয়াং হুইমিং বলেছেন, পাওথৌ শহর ঐতিহ্যিক শিল্প সংস্কারের মাধ্যমে বেশির ভাগ গুরুত্বপূর্ণ শিল্প-প্রতিষ্ঠানের প্রযুক্তি আন্তর্জাতিক মানে উঠেছে। ফলে বাজারের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেক উন্নতির যোগ দেখা দিয়েছে। এ সম্পর্কে তিনি বলেছেন, 'ঐতিহ্যিক শিল্প সংস্কারের মাধ্যমে আমরা উত্পাদনের পরিমাণ বাড়িয়েছি। যাতে পণ্যদ্রব্যের গুণগতমানের উন্নয়ন করা যায়। এটি হল পাওথৌর দ্রুত উন্নয়নের একটি ভিত্তি।'

    হুহহোট ও পাওথৌর চেয়ে এর্দোসের উন্নয়নে বেশি সময় নাগোন। কিন্তু গতি ছিল অনেক দ্রুত। গত জুন মাসে এর্দোসের অর্থ আয় ৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছিল। এটি পাওথৌ ও হুহহোটের চেয়ে বেশি। এর্দোস দ্রুত উন্নয়নের মূল কারণ হল, উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি, উচ্চ যোগ্যতা ও উচ্চ আনুসংগিক আয়ের নতুন শিল্প উন্নয়নের ধারণা। এ ধারণা বাস্তবায়নের মাধ্যমে পাওথৌ শহর সফলভাবে বহু অগ্রণী প্রযুক্তির শিল্প-প্রতিষ্ঠান পাওথৌয় পুঁজিবিনিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট শিল্প উন্নয়নের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে।


1 2 3