চীনে পড়াশোনা করতে আসা ছাত্রছাত্রীদের বিষয় বেছে নেয়ার অবস্থা নিয়ে লি ইয়েন কুয়া বলেছেন:
(রি ৪)
"২০০৬ সালে মোট ৮৪৮৪জন বিদেশী ছাত্রছাত্রী চীন সরকারের স্কলারশিপ নিয়ে চীনে এসেছেন। তাদের মধ্যে ৪৮শতাংশ ভাষা ও সংস্কৃতি ক্ষেত্রকে বিষয় হিসেবে বেছে নিয়েছে। উন্নয়নশীল দেশ, যেমন আফ্রিকান দেশের ছাত্রছাত্রী কৃষি, চিকিত্সা, অর্থনীতি বা স্যানেজমেন্ট বিষয়ের ছাত্র ক্রমাগত বাড়ছে।"
1 2 3 4 5 6 7 8 9
|