
(মিউজিক)
মিস্টার লি ইয়েন কুয়াং প্রথমে চীন সরকারের স্কলারশিপ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন:
(রি ১)
"চীন সরকারের স্কলারশিপের জন্য কেউ প্রধানত সরাসরি আবেদন করতে পারে না। তা চীন সরকার এবং অন্য দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ব্যবস্থা করা হয়। প্রতি বছরের শেষ দিকে আমরা সংশ্লিষ্ট দেশে চীন সরকারের স্কলারশিপের সংখ্যা বা অন্য তথ্য স্থানীয় দূতাবাসে পাঠিয়ে দেই। তারপর স্থানীয় চীনা দূতাবাস এবং সেই দেশের বিদেশে ছাত্রছাত্রী পাঠানোর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে। প্রতি বছরের ৩০ এপ্রিল, বিভিন্ন দেশের দূতাবাস সংগ্রহ তথ্যগুলো আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমরা তাদের পাঠানো আবেদনগুলো, সেই বছরের ছাত্রছাত্রীদের তালিকাভূক্তির কাজ শুরু করি।"
1 2 3 4 5 6 7 8 9
|