১৯৯৭ সালের জানুয়ারি মাস থেকে চীনের স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) আনুষ্ঠানিকভাবে চীনে এসে পড়াশোনা করতে বিদেশী ছাত্রছাত্রীদের দায়িত্ব বহন করতে শুরু করেছে। চীনে পড়াশোনা সংক্রান্ত নীতি সিএসসি'র মাধ্যমে বাস্তবায়িত হয়। এটা হলো চীনে লেখাপড়া করতে আসা বিদেশী ছাত্রছাত্রীদের তদারককারীর প্রথম চীনা সরকারি সংস্থা।
গত সপ্তাহের অনুষ্ঠানে আপনারা চীনের স্কলারশিপ কাউন্সিলের উপ-মহাসচিব লি চিয়েন মিনের কাছ থেকে সিএসসি'র কিছু তথ্য পেয়েছেন। "আমার শিক্ষা আমার স্বপ্ন" অনুষ্ঠানের দ্বিতীয় আসরে আপনারা সিএসসি সম্পর্কিত দ্বিতীয় অংশ- চীন সরকারের দেয়া স্কলারশিপের জন্য আবেদন সম্পকে আরো বেশি তথ্য জানতে পারবেন। সিএসসি'র আন্তর্জাতিক ছাত্রছাত্রী বিষয়ক বিভাগের উপ-প্রধান লি ইয়েন কুয়াং আপনাদের এ ক্ষেত্রে কিছু তথ্য দেবেন।
1 2 3 4 5 6 7 8 9
|