v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-24 19:34:25    
তাইওয়ান প্রণালীর দু'পাড়ের সরাসরি ফ্লাইট ও জাহাজ বিষয়ক আলোচনা চলছে

cri

    বর্তমানে, দু'পাড়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সুবিধা ও ভিত্তি স্থাপিত হয়। সরাসরি ফ্লাইটের চালু হওয়া তাইওয়ানের প্রধন মতামতের সঙ্গে সংগতিপূর্ণ। ২০০০ সাল থেকে তাইওয়ানের বিভিন্ন সংস্থা, গণ মাধ্যম ও পার্টি দলের কয়েকবার মতামত জরীপ থেকে জানা গেছে, শতকরা ৭০ ভাগেরও বেশি নাগরিক দু'পাড়ের মধ্যে সরাসরি বিমান চালু হওয়ার রাজী হয়।

    চীনের জাতীয় বেসামরিক বিমান চলাচল ব্যুরোর নভোচারী পরিবহন পরিচালনা ব্যুরোর পরিচালনা সু লানগেন বলেছেন, দু'পাড়ের মধ্যে সরাসরি বিমানের প্রযুক্তির সমস্যা নিরসন করা হয়েছে। তিনি বলেছেন, 'সরাসরি ফ্লাইটের প্রযুক্তির সমস্যা নেই। দু'পাড় বর্তমান ব্যবস্থা ও নতুন প্রযুক্তি নিতে পারে। যেমন, নেভিগেশন উপগ্রহ ফ্লাইটের নিরাপত্তা সুরক্ষা করতে পারবে।'

    অংশগ্রহণকারীরা মনে করেন, সূদূরপ্রসারী দৃষ্টিতে দেখতে গেলে, সরাসরি ফ্লাইট দু'পাড়ের আর্থ-বাণিজ্যিক বিনিময় ও সহযোগিতার জোরদারের ক্ষেত্রে কল্যাণকর হবে। তাইওয়ানের অর্থনীতি পরিসেবা শিল্পের অর্থনীতিতে পরিণত হওয়া ও মূলভূভাগের পরিসেবা শিল্প বাজার বাড়ানোর পাশাপাশি দু'পাড়ের আর্থ-বাণিজ্যিক বিনিময় ও সহযোগিতার কেন্দ্র তৈরী শিল্প থেকে আধুনিক সেবা শিল্পে পরিণত হবে। এছাড়া, মূলভূভাগ স্বকীয় উদ্ভাবন ও তাইওয়ান শিল্প উন্নয়নের পাশাপাশি দু'পাড় তৈরী শিল্পের ক্ষেত্রে যৌথভাবে প্রযুক্তির পর্যায় ও প্রতিদ্বন্দ্বিতার উন্নয়ন করবে। যাতে দু'পাড়ের শিল্প বিনিময় ও সহযোগিতার পর্যায় উন্নয়ন করা যায়। সেজন্য দু'পাড়ের মধ্য সরাসরি চালু হওয়ায় দু'পাড়ের অর্থনীতির যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

   

    চীনের কমিউনিস্ট পার্টির তাইওয়ান বিষয়ক অফিসের উপপরিচালক চেং লিচং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, দু'পাড়ের উচিত যথাশীঘ্র দু'পাড়ের বেসামরিক বিমান সংস্থাকে সরাসরি ফ্লাইটের জন্য পরিকল্পনা করার ত্বরান্বিত করা। তিনি বলেছেন, 'আমরা দু'পাড়ের বেসামরিক বিমান সংস্থাকে যথাশীঘ্র সরাসরি ফ্লাইট প্রতিষ্ঠা এবং দু'পাড়ের বিমান পরিবহনের পরিচালনার সরাসরি হস্তান্তরের বিষয় নিয়ে যোগাযোগ ও বাস্তবায়নের উত্সাহ দিব। দু'পাড়ের উচিত বর্তমান রীতি অনুযায়ী দু'পাড়ের সরাসরি জাহাজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যোগাযোগ এবং পরিকল্পনা প্রণয়ন করা। তাইওয়ানের উচিত পারস্পরিক কল্যাণের নীতিতে মূলভূভাগের নৌ-পরিবহন শিল্প-প্রতিষ্ঠানগুলোকে তাইওয়ানে ব্যবসামূলক কার্যকল প্রতিষ্ঠার অনুমতি দেয়া।'

    এখন দু'পাড়ের সরাসরি পরিবহন চালু হওয়ার ঠিক সময়। কিন্তু একমাত্র শর্ত ছাড়া চালু হবে না। এ শর্ত হল তাইওয়ান সরকার তাইওয়ানের অর্থনৈতিক ও নাগরিকদের স্বার্থের ভিত্তিতে দু'পাড়ের সরাসরি পরিবহনের ওপর রাজনৈতিক বাধ কমাবে ও দূর করবে কিনা।


1 2 3