v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-24 19:34:25    
তাইওয়ান প্রণালীর দু'পাড়ের সরাসরি ফ্লাইট ও জাহাজ বিষয়ক আলোচনা চলছে

cri

    চীনের কমিউনিস্ট পার্টি ও চীনের কুমিনতাং পার্টির সংশ্লিষ্ট সংস্থাগুলো আয়োজিত তৃতীয় তাইওয়ান প্রণালীর দু'পাড়ের আর্থ-বাণির্জিক ও সংস্কৃতি ফোরাম ২৮ ও ২৯ মে আয়োজিত হয়। ফোরামে দু'পাড়ের বিনিময় ও মহযোগিতা ত্বরান্বিতের ক্ষেত্রে অনেক মতৈক্য হয়েছে। এর মধ্যে দু'পাড়ের সরাসরি ফ্লাইট ও জাহাজ চালু হওয়ার প্রস্তাব রয়েছে। অংশগ্রহণকারীরা মনে করেন, দু'পাড়ের এখনো সরাসরি ফ্লাইট ও জাহাজ চালু না হওয়া হল তাইওয়ানের অর্থনীতি উন্নয়ন এবং দু'পাড়ের আর্থ-বাণির্জিক বিনিময় ও সহযোগিতার একটি বাধ। যদি সরাসরি ফ্লাইট ও জাহাজ চালু হয়, তাহলে দু'পাড়ের পারস্পরিক কল্যাণকর হবে।

    ২০০৬ সালে চীনের মূলভূভাগ ও তাইওয়ানের বাণিজ্য একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ছিল। সারা বছরে ৪৪ বিলিয়ন পার্সন টাইমস তাইওয়ান নাগরিক মূলভূভাগে এসে। সেজন্য দু'পাড়ের সরাসরি পরিবহন হল একটি বিরাট প্রয়োজন। কিন্তু তাইওয়ান সরকারের বাধে বর্তমানে দু'পাড়ের বেশির ভাগ ব্যক্তি ও পণ্যদ্রব্যের বিনিময় শুধু তৃতীয় স্থানের মাধ্যমে গম্যস্থানে পৌঁছানো উচিত।

    তৃতীয় দু'পাড়ের আর্থ-বাণিজ্যিক ও সংস্কৃতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় বেসামরিক বিমানচলাচল ব্যুরো চীনের মূলভূভাগ দু'পাড়ের সরাসরি ফ্লাইট চালূ হওয়ার জন্য ধারাবাহিক নীতি ও ব্যবস্থা প্রকাশ করেছে। মূলভূভাগ বাজারের চাহিদা ও বিমান বন্দরের বহুমূখী নিশ্চিয়তার সামর্থ্য অনুযায়ী অব্যাহতভাবে সরাসরি ফ্লাইটের বন্দর খোলবে এবং দু'পাড়ের সরাসরি ফ্লাইট উন্নয়ন সংগতি রাখার জন্য ২০০৭ সালের পয়লা মে থেকে তাইওয়ানের যেকোন মূলভূভাগে আসা এয়ার লাইন কোম্পানি মূলভূভাগের সরাসরি ফ্লাইট প্রবর্তিত রওয়ার স্থানে কার্যকল প্রতিষ্ঠা করতে রাজী হয়।

    এছাড়া, মূলভূভাগ তাইওয়ানের এয়ার লাইন পরিবহন শিল্প-প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার আরো খোলবে এবং এসব শিল্প-প্রতিষ্ঠানগুলোকে মূলভূভাগে নিজের আর মূলভূভাগের সঙ্গে যৌথ-মালিকালধীন শিল্প-প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মূলভূবাগের জাহাজঘাটা, সড়কের নির্মাণ, জাহাজ ও কন্টেনারের পরিবহণ বিষয়ক পুঁজিবিনিয়োগ করার অনুমতি দিয়েছে। মূলভূভাগ দু'পক্ষ পণ্যদ্রব্যের পরিবহন, স্থল ভারপ্রাপ্ত ও বাজারের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা করার উত্সাহ দেয়।

   

1 2 3