জ্বালানী সম্পদের নিরাপত্তা শুধু যে দেশের সহযোগিতার জন্য প্রয়োজনীয় তাই নয়, বরং শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্যও প্রয়োজন। চীনের সমুদ্র তেল কোম্পানির মহাপরিচালক ফু ছেংইউ মনে করেন, পূর্ব-এশীয় দেশগুলোর উচিত যৌথভাবে জ্বালানী সম্পদ আবিষ্কার করা ছাড়াও জ্বালানী সম্পদ ভোগের যোগ্যতা বাড়ানো, জ্বালানীর ক্ষতি কমানো ও নতুন জ্বালানী সম্পদের গবেষণা আর আবিষ্কারের ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা। তিনি বলেছেন, 'আমাদের উচিত দেশগুলোর নতুন প্রযুক্তি এবং জ্বালানী সম্পদের গবেষণার সহযোগিতা শিল্প-প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় পরিবর্তন করা এবং নতুন, বিকল্প ও পুনঃব্যবহৃত জ্বালানীর গবেষণা এবং বাস্তবায়ন বাড়ানো। আজকের বিনিয়োগ হবে গতকালের চেয়ে আরো বেশি সরবরাহ।'
বর্তমানে, চীন জাপান ও দক্ষিণ কোরিয়াসহ পূর্ব এশীয় দেশগুলোর শিল্প-প্রতিষ্ঠানের জ্বালানী সম্পদের সহযোগিতা বাস্তব পর্যায়ে উঠেছে। অনেক পূর্ব-এশীয় শিল্প-প্রতিষ্ঠান যৌথভাবে বৈদেশিক তেল ও প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার করবে এবং পুনঃব্যবহৃত জ্বালানী সম্পদ, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। বোআও এশীয় ফোরামে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা মনে করেন, সূদূরপ্রসারী দৃষ্টিতে দেখতে গেলে জ্বালানী সম্পদের নিরাপত্তার সহযোগিতার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা হল পূর্ব-এশীয় দেশগুলোর প্রয়োজনীয় কাজ। 1 2 3 4
|