
জনসংখ্যাঃ ২৮৭ হাজার (২০০২ সাল), দেশের সকল অধিবাসীই মালদ্বীপী জাতি। মাতৃ ভাষা আর রাষ্ট্রীয় ভাষা ধিভেহী, শিক্ষা ও আন্তর্জাতিক আদান-প্রদানে ব্যাপকভাবে ইংরেজী ব্যবহৃত হয়। মালদ্বীপদেশীরা প্রধানত সুন্নী মুসলমান। তাদের জাতীয় ধর্ম হলো ইসলাম।
রাজধানীঃ মালে, জনসংখ্যা ৭৫ হাজার (২০০২ সাল)
1 2 3 4 5 6 7
|