স্বাধীনতা দিবসঃ ২৬শে জুলাই (১৯৬৫ খৃষ্টাব্দে)
জাতীয় দিবসঃ ২৬শে জুলাই (১৯৬৫ খৃষ্টাব্দে)
জাতীয় পতাকাঃ আয়ত আকার, তার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩/২। পতাকায় লাল, সবুজ ও সাদা তিনটি রং আছে। লাল মানে দেশের সার্বভৌম অধিকার আর স্বাধীনতার জন্য শহীদ হওয়া জাতীয় বীরদের রক্ত; সবুজ মানে জীবন, অগ্রগতি আর সমৃদ্ধি; সাদা অর্ধচন্দ্রাকার মানে শান্তি আর মালদ্বীপীদের ইসলাম ধর্মের উপর বিশ্বাস।
1 2 3 4 5 6 7
|