সফল ব্যক্তিত্ব সুয়ে চুং ছেন ওয়েইফাংকে পছন্দ করেছেন। তিনি ওয়েইফাং অঞ্চলের একজন মেয়ের সঙ্গে প্রেমে পড়েন। কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়। এখন তিনি দুই সন্তানের বাবা। সুখী জীবন কাটানোর ফলে তিনি ওয়েইফাংকে নিজের দ্বিতীয় মাতৃভূমি বলে মনে করেন।
মূলভূভাগে দশ বারো বছর ব্যবসার অভিজ্ঞতা সম্পর্কে সুয়ে চুং ছেন বলেছেন, স্থানীয় সরকার তাইওয়ানী ব্যবসায়ীদের সুষ্ঠু পুঁজি বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে অনেক চেষ্টা চালিয়েছে। জানা গেছে, ওয়েইফাংয়ে পুঁজি বিনিয়োগে তাইওয়ানী ব্যবসায়ীদের আকর্ষণের জন্য স্থানীয় সরকার জমি ও কর আদায়সহ নানা ক্ষেত্রে ধারাবাহিক সুবিধাজনক নীতি চালু করেছে। স্থানীয় তাইওয়ান বিষয়ক কার্যালয়ও তাইওয়ানী ব্যবসায়ীদের জন্য শ্রেষ্ঠ সেবা প্রদান করে। ওয়েইফাং শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা তুয়েন ওয়েন চুং জানিয়েছেন, "আমরা তাইওয়ানী ব্যবসায়ীদের জন্য বাস্তব ও ফলপ্রসূ রাজনৈতিক পরিবেশ, যুক্তিযুক্ত শিল্প উন্নয়নের পরিবেশ , স্থিতিশীল ও নির্ভরযোগ্য আইনগত পরিবেশ , উন্নত মানের বুনিয়াদী ব্যবস্থার পরিবেশ এবং সুষম ও সুবিধাজনক জীবনযাপনের পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালাই।"
ওয়েইফাংয়ের সুষ্ঠু পুঁজি বিনিয়োগ পরিবেশ বহু তাইওয়ানী ব্যবসায়ীদের আকর্ষণ করে। এখন ওয়েইফাংয়ে পুঁজি বিনিয়োজিত তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৭৫০টিরও বেশি। ওয়েইফাং উত্তর চীনে তাইওয়ানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সবচেয়ে প্রাণবন্ত অঞ্চলে পরিণত হয়েছে।
বার্ষিক শানতুং---তাইওয়ান আর্থ-বাণিজ্যিক সভা একটানা ১২ বছর ধরে ওয়েইফাংয়ে অনুষ্ঠিত হয়। কিছু দিন আগে তাইওয়ানের ছিনমিন পার্টির নীতি গবেষণা কেন্দ্রের পরিচালক চাং শিয়েন ইয়াও ১২তম শানতুং---তাইওয়ান আর্থ-বাণিজ্যিক সভায় অংশগ্রহণ করেছেন। তিনি, শানতুং ও তাইওয়ানের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত নিয়ে আশাবাদী।
ওয়েইফাংয়ে পুঁজি বিনিয়োজিত তাইওয়ানী ব্যবসায়ীদ আরো ভালোভাবে ব্যবসা করার জন্য ২০০৫ সালের মার্চ মাসে ওয়েইফাং তাইওয়ানী ব্যবসায়ীদের সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। সুয়ে চুং ছেন এই সমিতির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। সুয়ে চুং ছেন বলেছেন, "এখানে কিছু নতুন আগত তাইওয়ানী ব্যবসায়ীরা ওয়েইফাংয়ের অবস্থা ভালো জানেন না। তাইওয়ানী ব্যবসায়ীদের সমিতি একটি ভালো প্লাটফর্ম হিসেবে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ওয়েইফাংকে জানাতে সাহায্য করে। যেমন কোথায় শিল্প স্থাপন করা যায়, কোথায় কৃষি কাজ করা যায়। আমরা তাঁদেরকে নির্দেশ ও প্রস্তাব দিতে পারি।" 1 2 3
|