নিজের বহু বছরের মুক্তা ব্যবসার অভিজ্ঞতার ভিত্তিতে শুয়ে চুং ছেন শীঘ্রই এখানে পুঁজি বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। তিনি ওয়েইফাংয়ে লানকুয়াং মুক্তা লিমিডেট কোম্পানি স্থাপন করেন এবং একটি প্রশিক্ষণ কোর্স খুলেন। সেখানে মুক্তা প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হয়। এখন নীলা খনিজ সম্পদ সবচেয়ে সমৃদ্ধ ওয়েইফাং শহরে ছাংল জেলায় কয়েক হাজার লোক মুক্তা শিল্পে জড়িত আছেন। নীলা প্রক্রিয়াকরণ শিল্প ছাংল জেলার প্রধান শিল্পে পরিণত হয়েছে।
সাত বছর আগে মূলভূভাগে সুয়ে চুং ছেনের ব্যবসার কৌশলগত রূপান্তর বাস্তবায়িত হয়েছে। মূলভূভাগের রিয়্যাল এস্টেট শিল্পের পুনরুদ্ধার দেখে মিঃ সুয়ে তাঁর মনোযোগ মুক্তা থেকে রিয়্যাল এস্টেটের ওপর স্থানান্তর করেছেন। কিন্তু রিয়্যাল এস্টেট ব্যবসা শুরুর দিকে ভাল ছিলো না। সুয়ে চুং ছেন বলেছেন, "তখন আমি ওয়েইফাং শহরের কেন্দ্রে জমি কিনে একটি বিভাগীয় বিপণি ভবন নির্মাণ করি।কিন্তু এ ক্ষেত্রটি ছিল আমার কাছে পুরোপুরি অজানা। ফলে কয়েক মাস পর বড় বিপদে পড়ি।"
উল্লেখ্য যে, সুয়ে চুং ছেনের বিভাগীয় বিপণির পাশে আরেকটি বিভাগীয় বিপণির ব্যবসা খুব ভালো ছিলো। কিন্তু অভিজ্ঞতার অভাবে সুয়ে চুং ছেনের বিভাগীয় বিপণি খুলা মাত্র দু'মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। তিনি একাধিক বার অন্য জায়গার ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলেও বিভাগীয় বিপণি ভবন বিক্রি করতে ব্যর্থ হন।
সৌভাগ্য যে, ওয়েইফাং শহরের পৌর সরকার সুয়ে চুং ছেনের কঠিন অবস্থা দেখে মধ্যস্থতার কাজ করে অবশেষে সুয়ে চুং ছেনের ৭ কোটি ইউয়ান রেনমিনপি দামে ভবনটি বিক্রি ধরে দেয়। কঠিন অবস্থা অতিক্রম করার পর সুয়ে চুং ছেন শহরের কেন্দ্রীয় অঞ্চলে ৫০ হাজার বর্গমিটার আয়তনের একটি ২১তলা বিশিষ্ট বাণিজ্য ও থাকার অট্টালিকা নির্মানে পুঁজি বিনিয়োগ করে।তিনি গত বারের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে অট্টলিকার বাজার অংশের পরিচালনার দায়িত্ব খুচরা-বিক্রয় শিল্পপ্রতিষ্ঠানকে দিয়েছেন। তিনি কেবল অফিস ভবনের পরিচালনার ওপর মনোযোগ দেন। এবার তিনি সাফল্য অর্জন করেন। বাণিজ্য ও থাকার অট্টলিকা প্রকল্প থেকে তিনি প্রচুর লাভ করেন।
1 2 3
|