জানা গেছে, আমাদের চোখের কালো ঝোলা হওয়া সম্পর্কে দু'টি ধারণা রয়েছে । এক. চোখের কাছাকাছি চামড়া অতি পাতলা হওয়ায় রক্তের রাসায়নিক রূপান্তর ভালো না হলে, সহজেই চোখের কালো ঝোলা সৃষ্টি হয় । আরেকটি হচ্ছে চোখের কাছে চামড়ায় বেশি ম্যালানিন থাকার জন্য ঝোলার সৃষ্টি হয় ।
তা ছাড়া, ধুমপান করা, মন খারাপ, চিন্তা বেশি বা সারারাতে ঘুম না হওয়ার জন্য সহজভাবে ঝোলা সৃষ্টি হয় । এ সমস্যা মোকাবেলা করতে চাইলে, যথেষ্ঠ ঘুম ও যথাযত চর্চা করার পাশাপাশি কয়েক ধরনের খাবার খাওয়াও খুবই প্রয়োজনীয় ।
1 2 3 4 5 6
|