v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-29 16:44:17    
বাজারের চাহিদা অনুযায়ী প্রতিভা শিক্ষাদানের প্রচেষ্টা

cri
সাম্প্রতিক বছরগুলোতে পেশাগত শিক্ষা স্কুলের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের হার আশাপ্রদভাবে বাড়ছে। পেশাগত শিক্ষা স্কুলের স্নাতক ছাত্রছাত্রীদের চাহিদা এখন সরবরাহের চেয়ে বেশী। বহু পেশাগত স্কুলের পরিচালকরা বলেছেন, কিছু শিল্পপ্রতিষ্ঠান আগামী বছরের স্নাতক ছাত্রছাত্রীদের তাদের প্রতিষ্ঠানে যোগ দেয়ার জন্যে তাদের কাছে আবেদন করেছে।

    চীনের কেন্দ্রীয় সরকারের সমর্থনে চীনের বিভিন্ন স্থানের পেশাগত শিক্ষা স্কুলগুলো নিজেদের অবস্থা অনুযায়ী স্কুলের শিক্ষা ভালোভাবে চালাচ্ছে। যেমন চিয়াংসি প্রদেশের ফেংলিয়াং আন্তর্জাতিক শিল্পকলা ইনস্টিটিউট, শিক্ষার প্রক্রিয়ায় তাত্ত্বিক শিক্ষা দেয়ার পাশাপাশি বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের অনুশীলনের সুযোগ দেয়। এই ইনস্টিটিউটের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্কুলের সঙ্গে সংযুক্ত করা। পেশাগত স্কুল শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে মিলে ছাত্রছাত্রীদের ভর্তির পরিকল্পনা প্রণয়ন,শিক্ষা বিভাগ নির্ধারণ, শিক্ষাদানের লক্ষ্য এবং ভবিষ্যত কর্মস্থল প্রণয়ন করে, যাতে ছাত্রছাত্রীরা স্কুলে লেখাপড়ার সময়ই কর্মসংস্থানের উদ্দেশ্যকে সুনির্দিষ্ট করতে পারে। সুতরাং আরো বেশি ছাত্রছাত্রী এই ইনস্টিটিউটে লেখাপড়ার জন্য ঝুঁকে পড়েছে। স্কুলের পরিচালক লান বলেছেন, 

    বর্তমানে স্কুলের উন্নয়ন প্রবণতা খুব ভালো। স্কুলের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের কোন সমস্যা নেই। এই স্কুল হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানের সাহায্যে গড়ে তোলা প্রতিষ্ঠান। শিল্পপ্রতিষ্ঠানের কি প্রতিভার প্রয়োজন তাও তারা বুঝতে পারে। তাই এই শিক্ষা বাজারের চাহিদা খুব ভালোভাবে মেটাতে সক্ষম হচ্ছে। এটিও এসব পেশাগত স্কুল উন্নয়নের কারণ।

    চীন সরকার এখন সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছে, উন্নত প্রযুক্তি বিদেশ থেকে আমদানি করা যায়। আধুনিক পরিচালনার নমুনা বিদেশ থেকে শিখে নেয়া যায়। তবে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিককে আমদানি করা যায় না। শুধু পেশাগত শিক্ষার মাধ্যমেই তাদের তৈরী করা যায়। বিশেষজ্ঞগণ বলেছেন, বর্তমানে চীনের পেশাগত শিক্ষা উন্নয়নের সুবর্ণ সুযোগ এসেছে।


1 2 3 4