বিষয়ক একটি পেশাগত শিক্ষা স্কুল। ছেং ছুং পিং আমাদের সংবাদদাতাকে বলেছে, ছোট বেলা থেকেই সে ছবি আঁকতে পছন্দ করে আসছে। নিম্ন মাধ্যমিক স্কুলের পাঠ শেষ করার পর যদিও তাঁর বাবা ও মা এই ইনস্টিটিউটে লেখাপড়ার ব্যাপারে রাজি ছিলেন না, তবুও একজন চিত্রকর হওয়ার বাসনায় সে কিছুতেই পিছ পা হয় নি। সে বলেছে,
আমি সুযোগ নিজের হাতে নিয়েছে। আমি নিজের পথ নিজেই নিজের অনুসরণ করবো। তাই আমি এই ইনস্টিটিউটে লেখাপড়ার জন্য আমার মাকে অনেক বুঝিয়েছি। ভবিষ্যতে আমি একজন চিত্রকরে পরিণত হবোই।
  
1 2 3 4
|