বর্তমানে তিনি বিভিন্ন পেশাগত কোর্সে ও সামাজিক সংগঠনের অনুশীলন কর্মসূচীতে অংশ নেয়ার ব্যাপারে আগ্রহী এবং ইতোমধ্যেই তিনি কিছু অভিজ্ঞতাও অর্জন করেছেন।
জানা গেছে, আগে চিয়াংসি প্রদেশের ফেংলিয়াং আন্তর্জাতিক শিল্পকলা ইনস্টিটিউটের মতো পেশাগত স্কুলগুলোকে চীনের পিতা মাতারা পছন্দ করতেন না। ইনস্টিটিউটের শিক্ষা,ছাত্রদের ভর্তি ও কর্মসংস্থানের কাজে নিয়োজিত উপপরিচালক লান বলেছেন,
চীনের পিতা ও মাতারা নিজেদের ছেলেমেয়েদের পেশাগত শিক্ষা দিতে চাইতেন না।তাঁরা ভাবতেন, তাঁদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত। তবে এটি বাস্তবসম্মত নয়। পেশাগত শিক্ষা বাজারের চাহিদা ভালোভাবে মেটাতে পারে । চীনে শ্রমিক ও উর্ধ্বতন দক্ষশ্রমিকরাও সম্মান পেতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে পেশাগত শিক্ষা স্কুলের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের হার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের গড়পরতা হারের চেয়ে অনেক বেশি । চীনের শিক্ষামন্ত্রী চৌ চি বলেছেন
  
1 2 3 4
|