টাইমস ম্যাগাজিনে প্রকাশিত ২০০৫ সালের গুরুত্বপূর্ণ উদ্ভাবন
cri
১০.রোবট নৃত্য সঙ্গী
১৬৫ সেন্টিমিটার উঁচু রোবটের মুখ ম্যারিলিন মনরোর মত। লম্বা ফুল ড্রেস পরে, তার নিচের তিনটি চাকা দেখা যায় না। এই রোবট ব্যবহারকারীর বিচরন অনুযায়ী পরের বিচরন অনুমান করতে পারে এবং তার তিনটি চাকার উপরে চলতে পারে।