৭.কৃত্রিম অঙ্গ
তা শুধু রোবট গবেষণা ক্ষেত্রের একটি অগ্রসর উদ্ভাবন নয়, বরং বহু বিকলাঙ্গ মানুষের জন্য সুখবর। এ রকম কৃত্রিম প্রত্যঙ্গ মাথার সঙ্কেত পেশির দিকে পাঠাতে পারে, যাতে মানুষ বিচরন করতে পারে। তা দিয়ে ব্যবহারকারী খুব সহজে নিজের ওজনের মত ভার বহন করে চলতে পারে। (বাহ, তার মানে আমিও সুপারম্যান হতে পারি?)
1 2 3 4 5 6 7 8 9 10 11
|