মার্কিন টাইমস ম্যাগাজিন ১৩ নভেম্বর ২০০৫ সালের গুরুত্বপূর্ণ উদ্ভাবন প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার গবেষকদের গবেষণায় বিশ্বের প্রথম ক্লোন কুকুর স্নাপ-পি এর প্রথম স্থানে রয়েছে।
টাইমস ম্যাগাজিনের গবেষক ও লেখকরা প্রতি বছরের শেষ দিকে প্রভাবশালী উদ্ভাবনগুলো তালিকাভূক্ত করেন। চলতি বছরের তালিকায় প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়াং উ সুকের নেতৃত্বাধিন গবেষণা গ্রুপের ফলাফল-ক্লোন কুকুর স্নাপ-পি। তার জীন একটি আফগান শিকারী কুকুরের কান থেকে সংগ্রহ হয়।
স্নাপ-পি ২৪শে এপ্রিল মাসে সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ে জন্ম নিয়েছে। তার স্নাপ-পি নামটি সিউল জাতীয় বিশ্ববিদ্যালয় আর কুকুর শব্দের প্রথম অক্ষর দিয়ে গঠিত হয়। স্নাপ-পির স্বাস্থ্য ভালো, ৪ আগস্ট ব্রিটিশ ম্যাগাজিন "ন্যাজার"র কাভার স্টোরি ছিলো।
এই কুকুরের ক্লোন প্রযুক্তি- দেহের সেলের পরমানুকেন্দ্র স্থানান্তর প্রযুক্তি, ঠিক ক্লোন ভেড়া দোলির প্রযুক্তির মত। ক্লোন ভেড়া দোলি হলো পৃথিবীর প্রথম ক্লোন পশু। দোলির পর বিভিন্ন দেশে পৃথক পৃথকভাবে গরু, বিড়াল, শুয়র ও ঘোড়ার ক্লোন অর্জিত হয়েছে, কিন্তু কুকুরের ক্লোন এই প্রথম। "ক্লোন কুকুর হলো পশু ক্লোনিং ক্ষেত্রের গবেষণার চরম ব্যাপার" ১৯৯৭ সালে ক্লোন ভেড়া দোলির স্রষ্টা ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ডক্তর ইন ওয়েলমাট হুয়াং উ সুকের গবেষণার উচ্চ প্রশংসা করেছেন।
1 2 3 4 5 6 7 8 9 10 11
|