Web bengali.cri.cn   
একদিনে সাংহাই ভ্রমণ
  2014-05-14 19:57:02  cri


বন্ধুরা আজ আপনাদের জন্য আছে একটু অন্য ধরণের বিশেষ আয়োজন।আজ আমরা আপনাদের বেড়াতে নিয়ে যাবো সাংহাই শহরে। আপনাদের অনেকেরই হয়তো বিভিন্ন প্রয়োজনে চীনের বিভিন্ন শহরে ভ্রমণ করতে হয়।হয়তো কাজের চাপে বেড়ানোর জন্য খুব বেশি সময় থাকে না। তাই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো কাজের ফাঁকে কিভাবে মাত্র একদিনে সাংহাই ভ্রমণ করা যায়।

বন্ধুরা, আপনার কনফারেন্স শেষে অথবা ব্যাবসায়িক মিটিং শেষে যদি মাত্র একদিন সময় হাতে থাকে তবে আপনারা কোন কোন জায়গায় বেড়াতে যেতে পারেন অথবা , ভোজনের জন্য কোন কোন রেস্তোরাঁয় আপনি সাংহাই এর আঞ্চলিক খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন অথবা যারা শপিং ভালোবাসেন তারা সল্প সময়ে কোথায় গেলে আপনাদের প্রিয়জনদের জন্য তাদের পছন্দের উপহার কিনতে পারবেন এই সবকিছু নিয়েই আমাদের আজকের আয়োজন।

তো চলুন বন্ধুরা ,প্রথমে জেনে নিই সাংহাইয়ের সংক্ষিপ্ত পরিচয়।

চীনের তিনটি প্রধান শহর হচ্ছে পেইচিং, কুয়াং চৌ ও সাংহাই।এর মাঝে সাংহাই কে বলা হয় " প্রাচ্যের ইউরোপ"।অত্যন্ত আধুনিক ও উন্নত এই সাংহাই শহরের নাম নয়া চীন প্রতিষ্ঠার অনেক আগে থেকেই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।২০১০ সালে এখানে অনুষ্ঠিত "সাংহাই বিশ্বমেলা" র পর তা আরও একবার গোটা পৃথিবীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়।

পিপলস চত্বর

বন্ধুরা , একদিনে সাংহাই ভ্রমণের জন্য আপনাদের একটু সকাল সকাল বের হতে হবে। আমরা যদি সকাল বেলা যাত্রা শুরু করি তবে প্রথমেই যেতে পারি " পিপলস চত্বরে" , (রেন মিন কুয়াং ছাং ), সেখান থেকে হেঁটে হেঁটেই আমরা পৌঁছে যেতে পারি সাংহাই জাদুঘরে, এখানে চীনের ইতিহাস ,সভ্যতা ও সংস্কৃতির নানা নিদর্শন সংরক্ষিত আছে। পুরো জাদুঘরটি ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা। আর, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে , জাদুঘর পরিদর্শনের জন্য কোন প্রবেশমূল্যের প্রয়োজন নেই। একদম ফ্রি!

নান চিং রোড

এরপর আমরা যেতে পারি 'নান চিং রোড'। এই নান চিং রোড কে চীনের 'এক নম্বর বাণিজ্যিক রাস্তা' বলা হয়। ৫.৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার দুপাশে রয়েছে ৬০০ টিরও অধিক বিভিন্ন ধরণের দোকানপাট যাতে প্রতিদিন প্রায় ১‌,৭০০,০০০(সতের লাখ) মানুষ পরিদর্শন করেন। এখানে আপনাদের যা খুশি তাই আপনারা কিনতে পারবেন , এখানে যেমন রয়েছে অনেক দামি দামি বিখ্যাত সব অভিজাত ব্র্যান্ডের পণ্যের দোকান , তেমনি রয়েছে স্বল্পমূল্যের নানা ধরণের উপহার সামগ্রী। তাই বন্ধুরা আপনারা আপনাদের যার যার রুচি ও বাজেট অনুযায়ী সাধ ও সাধ্যের মাঝে সমন্বয় করে কিনে নিতে পারেন আপনার পছন্দের জিনিসটি।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040