পশ্চিমদেশ অভিমুখ যাত্রা-১৪: মৈত্রেয় বুদ্ধের ঝুলি
2013-09-30 20:13:02 cri
|
0928juchang
|

নয়মাথা দানব দমনের পর আচার্য তার শিষ্যদের নিয়ে আবার যাত্রা করলেন ভারতবর্ষের দিকে। একদিন কাঁটাগাছে ভর্তি এক পাহাড়ের সামনে এসে তাঁরা থামলেন। কেমন করে এ পবর্তত পার হওয়া যায় তা নিয়ে খুবই চিন্তিত হলেন আচার্য।
পাচিয়ে বললো, আমি এর ব্যবস্থা করছি। সে নিজকে এবং তার নিড়ানিকে বিশাল বড় করলো। তারপর নিড়ানির ঘায়ে কাঁটাগাছ পরিষ্কার করে পথ তৈরি করলো। সেই পথ দিয়ে এগোতে থাকলো সবাই।
কিন্তু তাদের সামনের পথে আর কি কি বিপদ থাকবে? তা জানার জন্য এ গল্পটি শুনুন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য

ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক







