Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১০: আকাশগামি নদির তিরে খণ্ডযুদ্ধ
  2013-08-26 12:08:39  cri


আচার্য ও তিন শিষ্য এগিয়ে যাচ্ছেন পশ্চিম দেশের পথে। চলতে চলতে একদিন বিরাট এক নদির সামনে এলেন তাঁরা। উখোং এক ডিগবাজি খেয়ে উপরে ওঠে দেখলো যে নদি খুবই চওড়া। এর নামও লেখা আছে, 'আকাশ গামি নদি'।

এমন সময় দুরে কাঁসর ঘন্টা শোনা গেলো। আওয়াজ শুনতে শুনতে তাঁরা এসে পড়লো এক গ্রামে। সেখানে এক বিশাল বাড়িতে প্রচুর আয়োজনের সঙ্গে উত্সবের মতো পুজা হচ্ছিল। দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। আচার্য তাঁর কাছে নিজের পরিচয় এবং উদ্দেশ্যের ঘটনা বলে আশ্রয় চাইলেন। বৃদ্ধ আচার্যের তিন শিষ্যকে দেখে আঁতকে উঠলেন। আচার্য তাঁকে আশ্বাস দিলেন যে ওরা খুবই গুনধর এবং নিরাপদ। এমন সময় আর এক বৃদ্ধ এলেন।

অবশেষে আশ্রয় এবং নিরামিষ খাবারের ব্যবস্থা হলো। পাচিয়ে প্রায় নাক ডুবিয়ে খেলো। ও আবার খিদে সহ্য করতে পারেনা মোটেই। আচার্য জানতে চাইলেন উত্সবের কারণ কি?

এখানে আচার্য ও তিন শিষ্য কোন বিপদ সম্মুখীন হয়েছে? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক