Web bengali.cri.cn   
হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র
  2013-09-06 19:03:31  cri

চীন আন্তর্জাতিক বেতারের সৌজন্যে তাদের অন্তত দু'জনের স্বপ্ন পূরণ হয়েছে; তাঁরা ফিরে এসেছেন হাঙ্গেরিতে তাদের পুরনো প্রশিক্ষণকেন্দ্রে। স্বাভাবিকভাবেই তাঁরা খুবই খুশি। চাং চুন সিউ এর আগে কখনো কোনো সাংবাদিককে সাক্ষাত্কার দেননি। জীবনের প্রথম কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগময় ভাষায় নিজের মনের কথা প্রকাশ করেন তিনি। তিনি আশা করেন, এই তথ্যচিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের ফুটবলাররা জানতে পারবে তাদের উত্তরসূরিদের হাঙ্গেরি অভিযানের কথা। এ-তথ্যচিত্র চীন ও হাঙ্গেরির মৈত্রী সম্পর্ক আরো জোরদার করবে বলেও তিনি মনে করেন।

বন্ধুরা, হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি ও বর্তমান জীবন নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী আগামী জুনে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আমরাও পরের সপ্তাহের 'ক্রীড়াজগত'-এ তথ্যচিত্রটি সম্পর্কে আরো আলোচনা করবো।

আজকের 'ক্রীড়াজগত' এখানেই শেষ করতে হচ্ছে। এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের আগামী দিনের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলবে। আপনাদের সুচিন্তিত ও পর্যালোচনামূলক মতামতের প্রত্যাশায় রইলাম।

আশা করি, আপনারা ওয়েবসাইটের মেইল বক্স, ইমেইল বা টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে তা-ও জিজ্ঞেস করতে পারেন । আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো http: //bengali.cri.cn, ইমেইল ঠিকানা হলো – ben@ cri.com..cn আর টেলিফোন নম্বর হলো - ০০৮৮ ১০ ৬৮৮৯ ২৪২০

আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার কথা হবে আসছে রোববার, একই সময়ে। চাই চিয়ান। (ঊর্মি/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক