Web bengali.cri.cn   
হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র
  2013-09-06 19:03:31  cri

বন্ধুরা, হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া চীনা ফুটবলারদের অতীত স্মৃতি নিয়ে নির্মিতব্য একটি তথ্যচিত্রের ছবি তোলার কাজ গত ২৩ এপ্রিল হাঙ্গেরিতে শেষ হয়েছে। চীন আন্তর্জাতিক বেতার ও হাঙ্গেরির 'নেক্সট স্টেশান প্রোডাকশান্স' (এনএসপি) চলচ্চিত্র কোম্পানির যৌথ উদ্যোগে এ-তথ্যচিত্রটি তৈরি হচ্ছে। উল্লেখ্য, গত শতাব্দীর পঞ্চাশের দশকে চীনের একদল তরুণ ফুটবলারকে পুসকাসের দেশ হাঙ্গেরি পাঠানো হয়েছিল ফুটবলের ওপর প্রশিক্ষণ নেয়ার জন্য। তারপর অতিক্রান্ত হয়েছে প্রায় ৬০ বছর। সেই খেলোয়াড়রা এখন জীবনের পড়ন্ত বেলায়; কেউ কেউ মারা গেছেন। বেঁচে-থাকা সেসব চীনা খেলোয়াড়ের বর্তমান জীবন এবং হাঙ্গেরিতে তাদের প্রশিক্ষণের গল্পই উঠে আসবে তথ্যচিত্রে।

তথ্যচিত্রের ছবি তোলার প্রয়োজনে হাঙ্গেরিতে প্রশিক্ষণ-নেয়া পেইচিংয়ের চাং চুন সিউ ও শাংহাই'র চাং শুই হাও নামক দু'জন ফুটবলার সংশ্লিষ্ট শ্যুটিং ইউনিটের সঙ্গে হাঙ্গেরি গিয়েছিলেন। ৬০ বছর আগে হাঙ্গেরির যে-স্থানে তারা ফুটবল শিখেছিলেন, সেই জায়গায় তাদের নিয়ে যাওয়া হয়। এতো বছর পর সেখানে গিয়ে তারা হাতড়েছেন পুরনো স্মৃতি।

এসময় চাং চুন সিউ সংবাদদাতাদের বলেন, "হাঙ্গেরিতে যারা ফুটবল খেলা শিখতে এসেছিলেন, আমার সেই সতীর্থ ফুটবলারদের সবার একটি অভিন্ন স্বপ্ন ছিল; আর তা হচ্ছে: আবার সেই জায়গায় ফিরে আসা, যেখানে আমরা একসঙ্গে ফুটবল খেলার ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম। আর দীর্ঘ ৬০ বছর পর তাদের অনেকেই তরুণ থেকে প্রবীণ হয়েছেন; কেউ কেউ মারাও গেছেন। মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি, হাঙ্গেরিতে তাদের সঙ্গে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছি।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক