Web bengali.cri.cn   
ইনারমঙ্গোলিয়ার হুলুনবে'র তৃণভূমি, বিশ্বের সবচেয়ে সুন্দর ও মনোরম স্থান
  2013-08-07 15:17:15  cri

লিপন. বাংলাদেশে এমন কোনো বড় তৃণভূমির কথা কল্পনাও করতে পারি না। আপনার কথা শুনতে শুনতে মনে হলো সুযোগ পেলে আমিও সেখানে বেড়াতে যাবো এবং তৃণভূমির মায়াভরা ছবির দৃশ্য উপভোগ করবো।

সুবর্ণা. আরেকটি বিষয় আপনি অবশ্যই পছন্দ করবেন। মঙ্গলীয় জাতির লোকরা খাঁশির মাংস খেতে বেশ পছন্দ করে। আপনি তৃণভূমিতে খাঁশির মাংসের রোস্ট আর দূধ চা খেতে পারেন। এটা খুবই সুস্বাদু। মঙ্গলীয় রমণীদের হাতে কি যেন বিশেষ যাদু রয়েছে যা দিয়ে এমন মজার স্বাদের দই তৈরী করবে, যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এই অঞ্চল ভ্রমনের যেতে হলে মানচৌলি হল একমাত্র শহর, যেখানে বেড়াতে না গেলে আপনার ভ্রমনটাই অপূর্ণ থেকে যাবে। আর এই শহর থেকে প্রিয়জনের জন্য রাশিয়ার তৈরী নানা ধরনের উপহার কিনতে পারেন। তাছাড়া, রুশ সেট পুতুল দিয়ে সাজানো একটি চত্বর রয়েছে যা এই অঞ্চলের অতি বিখ্যাত একটি পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

লিপন. হ্যাঁ, এটি আমিও শুনেছি। রাশিয়ায় সেট পুতুল তৈরীর ঐতিহ্য রয়েছে। এ সেট পুতুল চত্বরের পুতুলের সাইজে সাধারণত ১০ মিটার উচুঁ, তা দূর থেকে দেখলে অনেক আকর্ষণীয়, বিশেষ করে রাতে সময় বিভিন্ন রঙয়ের বাতিতে তা দেখতে বেশ সুন্দর লাগে।

সুবর্ণা. আচ্ছা, বন্ধুরা, সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠানও যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শেষ করার আগে আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করতে চাই। প্রশ্নটি কোন বৃক্ষকে চীনাদের মনে প্রেমের প্রতীক বলা হয়?

লিপন. প্রশ্নটি আবার বলছি, কোন বৃক্ষকে চীনাদের মনে প্রেমের প্রতীক বলা হয়? সুবর্ণা.আমরা আপনাদের উত্তরের চিঠি অপেক্ষা রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn(সুবর্ণা/লিপন)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক