বাংলাদেশ মহিলা ক্রিকেট দল
প্রিয় শ্রোতাবন্ধুরা, 'মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতা এখন দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে চলছে। ২৬ অক্টোবর ছিল প্রতিযোগিতার তৃতীয় দিন। এ-দিন সকালে বাংলাদেশ খেলেছে নেপালের বিরুদ্ধে। খেলা চলার সময়, খেলা দেখার পাশাপাশি আমি বাংলাদেশ দলের ম্যানেজার দীপু রায় চৌধুরি, ট্রেনার মির ইফতিখারুল ইসলাম ও দলের ক্যাপ্টেন সালমা খাতুনসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সাক্ষাত্কার নিয়েছি। এখন শুনুন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের দেওয়া সাক্ষাত্কারভিত্তিক এ বিশেষ অনুষ্ঠান।
২৬ অক্টোবর সকালে মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০১২ ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশ হারিয়েছে নেপালকে। খেলায় বাংলাদেশ দলের লতা মন্ডল 'প্লেয়ার অব দ্য ম্যাচ' হবার গৌরব অর্জন করেন।
চীনের ক্রিকেট কমিটির মহাসচিব লিউ রোং ইয়াও লতা মন্ডলকে 'প্লেয়ার অব দ্য ম্যাচ' পদক বিতরণ করেন।
খেলাশেষে লতা মন্ডল আমাদের কাছে তার অনুভূতি প্রকাশ করলেন এভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিনিয়র কোচ দীপু রায় চৌধুরি এবার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হয়ে চীনে এসেছেন। ২০১০ সালে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এশিয়া গেমসে অংশগ্রহণের জন্য চীনে এসেছিলেন। তখন বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক এবং মহিলা ক্রিকেট দল রৌপ্যপদক অর্জন করেছিল। এবার তাঁর দ্বিতীয় চীন সফর। তিনি এবং বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় বড় আশা নিয়ে চীনে এসেছেন। তাঁরা এবারের প্রতিযোগিতায় ভালো করতে চান।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ম্যানেজার দীপু রায় চৌধুরি সিআরআইয়ের সংবাদদাতাকে সাক্ষাত্কার দেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, ২৭ অক্টোবর বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ। অন্যদিকে, চাঁদ দেখার ভিত্তিতে, চীনের মুসলমানরা ঈদ পালন করেছে ২৬ তারিখ শুক্রবার। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সদস্যরা এদিন বাংলাদেশে রেখে আসা তাদের বাবা-মা ও আত্মীয়স্বজনকে খুব মিস করেছেন। এ-অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বাংলাদেশের মানুষকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আশা করি, যারা আমাদের এ-অনুষ্ঠান শুনছেন, তাদের মধ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের মেয়েদের আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবও আছে। আপনারা চীন থেকে তাঁদের শুভেচ্ছা গ্রহণ করুন।
বন্ধুরা, এতোক্ষণ আপনারা মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০১২ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ম্যানেজার, ট্রেনার ও খেলোয়াড়দের সাক্ষাত্কারভিত্তিক বিশেষ অনুষ্ঠান শুনলেন। পরবর্তী কালে, আমরা এ প্রতিযোগিতা নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন। (ইয়ু/আলিম)
| ||||