অক্টোবর ৩১: 'মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার চীনের কুয়াংচৌতে অনুষ্ঠিত ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে। ভারতের পুনাম রাউত ফাইনালের 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হলেও, 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' হবার গৌরব অর্জন করেন পাকিস্তানের বিসমাহ মারুফ। প্রথমবারের মতো চীনে আয়োজিত এই আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক চীন, হংকং, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভারত অংশ নেয়। এশীয় ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে প্রতি দু'বছর পর পর মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে। কর্মকর্তারা জানান, পরবর্তী টুর্নামেন্টটিও চীনে অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে।
---ইয়ু কুয়াং ইউয়ে কুয়াংচৌ থেকে
'মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ, ২০১২' ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভারত
ফাইনালের 'প্লেয়ার অফ দ্য ম্যাচ'ভারতের পুনাম রাউত
'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' হবার গৌরব অর্জন করেন পাকিস্তানের বিসমাহ মারুফ