Web bengali.cri.cn   
'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' জয়ী সিঙ্গাপুরের তরুণ চলচ্চিত্র পরিচালক ছেন চি ই
  2015-09-24 13:22:09  cri

এবার 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' পাওয়ার পর ছেন চে ই দারুণ উত্সাহিত হয়ে পড়েন। তিনি বলেন, 'আমি তিন বছর সময় দিয়ে 'ইলো ইলো' চলচ্চিত্র নির্মাণ করেছি। যত তাড়াতাড়ি সম্ভব দর্শকরা আমরা পরবর্তী চলচ্চিত্র দেখতে পাবেন বলে আশা করি।'

ছেন চে ই'র চোখে সিঙ্গাপুরের চলচ্চিত্রের টাইপ অতি সীমিত। প্রতি বছর সিঙ্গাপুরে মোট ১০ বা ১২টি চলচ্চিত্র নির্মাণ করা হয়। এর মধ্যে ৮ বা ৯টি হলো কমেডি বা ভৌতিক চলচ্চিত্র।

'ইলো ইলো'র মত পরিবারকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র সিঙ্গাপুরে তেমন বেশি নয়। তিনি বলেন, যখন প্রথম 'ইলো ইলো' চলচ্চিত্রটি সিঙ্গাপুরে প্রদর্শিত হয়, তখন তিনি একটু উদ্বিগ্ন ছিলেন। তিনি ভাবেন, সিঙ্গাপুরের দর্শকেরা কেবলমাত্র কমেডি উপভোগ করতে পছন্দ করেন।

আসলে ছেন চে ই'র উদ্বেগ হলো সিঙ্গাপুরের চলচ্চিত্র পরিচালকদের এক ধরনের আত্মবিশ্বাসহীনতা। এ প্রসঙ্গে ছেন চে ই বলেন, 'চলচ্চিত্রের ক্ষেত্রে আমি মনে করি, সিঙ্গাপুরের দর্শকরা হলেন 'দ্বিতীয় শ্রেণির নাগরিক'। গড়ে কয়েক বছর পর 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড'র দুই বা একটি ছোট পুরস্কার পেয়ে থাকে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040