Web bengali.cri.cn   
'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' জয়ী সিঙ্গাপুরের তরুণ চলচ্চিত্র পরিচালক ছেন চি ই
  2015-09-24 13:22:09  cri

আসলে পরিবারকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র সিঙ্গাপুরে তেমন জনপ্রিয় নয়। এ চলচ্চিত্রটি নির্মাণে ৫ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হয়।

তবে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করার অভিজ্ঞতার চেয়ে ছেন চে ই'র পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র দারুণ স্বাভাবিক, মুগ্ধকর ও আকর্ষণীয়। তার এই চলচ্চিত্র ৪৫ লাখেরও বেশি সমপরিমাণ রেনমিনপির বক্সঅফিসের মধ্য দিয়ে সিঙ্গাপুরের চলচ্চিত্র লিডারবোর্ডে বার্ষিক তৃতীয় স্থান অধিকার করে।

এখন পর্যন্ত 'ইলো ইলো' মোট ২১টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং ৮৬তম অস্কারের শ্রেষ্ঠ বিদেশি ভাষার নির্বাচনে অংশ নেবে।

সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে ছেন চে ই বলেন, 'আসলে প্রথম যখন আমি 'ইলো ইলো' চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচনা করি, তখন আমি 'বড় হওয়া' সংক্রান্ত সিঙ্গাপুরের বৈশিষ্ট্যময় ধারাবাহিক চলচ্চিত্র নির্মাণ করতে চাই। প্রথমটি শিশুর সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয়টি অল্প বয়সের সঙ্গে সম্পর্কিত এবং তৃতীয়টি স্কুল থেকে সদ্যসমাপ্ত স্নাতক ডিগ্রি পাওয়া শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কিত।'

সিঙ্গাপুরের চলচ্চিত্রের বর্তমান অবস্থা তেমন ভালো নয় বলে 'ইলো ইলো' চলচ্চিত্র নির্মাণ করার পর ছেন চে ই চলচ্চিত্র ছেড়ে শিক্ষকতার পেশা বেছে নেওয়ার কথা ভাবতেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040