Web bengali.cri.cn   
বিনোদন অঙ্গনে মাদকের প্রভাব
  2015-06-25 12:56:49  cri

যুক্তরাষ্ট্রে গাঁজা সম্পর্কিত অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। আর এসব চলচ্চিত্রের পরিণতিও প্রায় একই রকম। দর্শকরা এসব চলচ্চিত্র উপভোগ করার পর সহজেই চলচ্চিত্র নির্মাতার দৃষ্টিভঙ্গি অনুভব করতে পারেন। এসব চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকরা জীবনকে মূল্যায়ন এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।

মাদকদ্রব্য সম্পর্কিত চলচ্চিত্রের কথা বলতে গেলে অবশ্যই 'রিকুইয়েম ফর এ্যা ড্রিম' চলচ্চিত্রের কথা উল্লেখ করতে হবে। এ চলচ্চিত্রে মাদকদ্রব্য ও জীবনের প্রতি একজন সাধারণ মানুষ হিসেবে চলচ্চিত্রের প্রধান চরিত্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বিনোদন অঙ্গনের প্রখ্যাত তারকা বা সমাজের সবচেয়ে নিম্ন পর্যায়ে বাস করা লোক জীবনের কঠিন বাস্তবতা ও মানসিক চাপে মাদক সেবনের মাধ্যমে সান্ত্বনা খোঁজা শুরু করেন।

'রিকুইয়েম ফর এ্যা ড্রিম' চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র হ্যারি সবকিছু হারানো এক লোক। তিনি তার মায়ের লাল জামা পরা তরুণ সময়ের সুন্দর চেহারা খুব মিস করেন। তবে বাস্তবিক পক্ষে তিনি তার মায়ের সঙ্গে কেবলমাত্র বিভিন্ন দাবি আদয়ের জন্যই যোগাযোগ করেন। তিনি মাদকের বিনিময়ে মায়ের সকল সম্পদ বিক্রি করেন। অন্যদিকে মাও তার তরুণ সময়ের সেই সুন্দর চেহারা খুব মিস করেন। কিন্তু বাস্তব জীবনে তিনি সারাদিন টেলিভিশনের সামনে বসে খাবার খান আর টেলিভিশন দেখেন। তিনি স্বাস্থ্যবান ও বয়স্ক একজন নারী।

হ্যারি ইনজেকশন নেওয়ার সময় ভাইরাসে সংক্রমিত হন এবং এতে তার একটি হাত হারিয়ে ফেলেন। তার মেয়েবন্ধু শরীর ও মর্যাদা বিক্রি করার প্রক্রিয়ায় বিভ্রান্তির মধ্যে পড়ে যান। মা সবসময় তরুণ বয়সে ফিরে যাওয়ার স্বপ্ন পোষণ করেন বলে অবশেষে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040