Web bengali.cri.cn   
বিনোদন অঙ্গনে মাদকের প্রভাব
  2015-06-25 12:56:49  cri



চীনের বিখ্যাত অভিনেতা ছেন চিয়েন বিনের প্রথমবারের মতো পরিচালিত চলচ্চিত্রটি চলতি বছরের পহেলা মে প্রদর্শনের কথা ছিলো। তবে এ চলচ্চিত্রের ওয়াং সুয়েই বিং নামের একজন প্রধান অভিনেতাকে মাদকদ্রব্য সেবন করার জন্য গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পরপরই চলচ্চিত্রটির প্রচারণার কাজে নিয়োজিত কর্তৃপক্ষ দ্রুত একটি বুদ্ধিমান উদ্যোগ গ্রহণ করে। চলচ্চিত্রটির আগের পোস্টারে চার জন প্রধান চরিত্রের রাস্তায় চলার একটি দৃশ্য দেখা যেতো। কিন্তু ওয়াং সুয়েই বিংক গ্রেফতার হবার পর রাতারাতি পোস্টারে পরিবর্তন নিয়ে আসা হয়। আগের চারজনের জায়গায় তিনজনের ছবি ব্যবহার করে কর্তৃপক্ষ। দুঃখের বিষয় হলো, চলচ্চিত্রটির নির্মাতারা অনেক প্রচেষ্টা চালালেও তা প্রদর্শনের সময় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়।

গত শতাব্দীর ৮০'র দশকে চীনের বিনোদন অঙ্গনে মাদকদ্রব্য ছড়িয়ে পড়তে শুরু করে।২০১৪ সাল থেকে বিনোদন অঙ্গনের মাদকের ঘটনা প্রকাশ পেতে থাকে। ফলে মাদকদ্রব্যের সঙ্গে যুক্ত তারকাদের প্রতিহত করার জন্য চীনের পাঁচটি চলচ্চিত্র সমিতি একটি প্রস্তাব প্রণয়ন করে।

গত শতাব্দীর ৮০'র দশক থেকে চীনের ক্রুদ্ধ তরুণ শিল্পীরা কেবল রক সঙ্গীত খুঁজে পাওয়া ছাড়াও, গাঁজা, হেরোইনসহ নানা ধরনের মাদকদ্রব্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেন। এসময় থেকে মাদকদ্রব্যের সঙ্গে বিনোদন অঙ্গনের একটা সূক্ষ্ম ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে।

৯০'র দশকের প্রথম দিকে লু সুয়েই চাং নামের একজন চলচ্চিত্র পরিচালক 'দ্য মেকিং অব স্টিল' নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি হলো তরুণ-তরুণীদের বিভ্রান্তি, সংগ্রাম ও বড় হওয়া সম্পর্কিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের কাহিনীর বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট, রক সঙ্গীত এবং মাদকদ্রব্যের কারণে অনেক প্রচেষ্টার পর অবশেষে ১৯৯৭ সালে চলচ্চিত্রটি প্রকাশ্যে প্রদর্শিত হয়। সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হলো এ চলচ্চিত্রটি প্রদর্শনের একই বছরে এর প্রধান অভিনেতা চু চিয়ে অতিরিক্ত মাদক সেবনের কারণে মারা যান। চলচ্চিত্রে তিনি মাদক সেবনকারী একটি চরিত্রে অভিনয় করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040