Web bengali.cri.cn   
বিনোদন অঙ্গনে মাদকের প্রভাব
  2015-06-25 12:56:49  cri

আসলে চীনের বিনোদন অঙ্গনে মাদক ছড়িয়ে পড়ার অনেক আগেই হলিউডকে মাদক গ্রাস করে। 'ক্যাপোট' চলচ্চিত্রে অভিনয়ের কারণে গত বছর অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া ফিলিপ সেয়মুর হফম্যান অতিরিক্ত মাদক সেবনের কারণে নিজ বাসায় মারা যান। তা ছাড়া, ব্রিটনি স্পিয়ার্স, ব্যারিমুর এবং গোড়ার দিকে অ্যানজেলিনা জলি মাদক সেবনকারীদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।

শিল্পীরা ব্যাপকভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে হলিউড ব্যবস্থা নিতে বাধ্য হয়। চলচ্চিত্রে পুঁজি বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে তারা বীমা ব্যবস্থা চালু করেন। এর ফলে অভিনেতা-অভিনেত্রীরা কেবল বীমা কেনার পর অভিনয়ের চুক্তি স্বাক্ষর করতে পারেন। তারা মাদকের সঙ্গে জড়িত হলে বীমা কোম্পানি বীমা প্রদান বন্ধ করে দেবে। যদি অভিনেতা-অভিনেত্রীরা বীমা কেনেন তাহলে বীমা কোম্পানি নিয়মিতভাবে তাদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করবে।

গাঁজা প্রসঙ্গে মার্কিন জনগণের মনোভাব একটু জটিল। যদিও গাঁজা যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বৈধ, তবে দেশটির অনেক নামকরা মানুষ প্রকাশ্যে গাঁজা সেবনের অভিজ্ঞতার কথা স্বীকার করেন।

কিছু মার্কিন নাগরিক গাঁজা পছন্দ করার সঙ্গে সঙ্গে তাকে ঘৃণাও করেন। তারা গাঁজা সম্পর্কিত এক ধরনের চলচ্চিত্রের রূপ সৃষ্টি করেন, তা হলো গাঁজা কমেডি। যেমন 'গসিপ গার্ল'-এর তরুণ-তরুণীদের মতো, 'অন দ্য রোড' চলচ্চিত্রে পরাজিত প্রজন্মের মতো অনেক তরুণ-তরুণী বিদ্রোহ করার জন্য মাদক সেবন করেন। তরুণ-তরুণী ছাড়াও, কোনো কোনো বৃদ্ধও মাদক সেবন করেন। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যবয়সী লোকেরা জীবনের মানসিক চাপ ও শূন্যতা থেকে মুক্তির জন্য মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040