Web bengali.cri.cn   
৬৮তম কান চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া চীনের তরুণ অভিনেতা তোং চি চিয়েন
  2015-06-04 10:04:50  cri

আসলে কান চলচ্চিত্র উত্সবের ইতিহাসে তোং চি চিয়েনের মতো তরুণদের অংশ নেওয়ার সংখ্যা কম নয়। যেমন জাপানের অভিনেতা ইউইয়া ইয়াগারা ১৪ বছর বয়সে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব ছিনিয়ে নেন। এবারে ২১ বছর বয়সী তোং চি চিয়েন সবচেয়ে তরুণ চীনা অভিনেতার প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর অনুভূতি প্রসঙ্গে তিনি এভাবে বলেন,

'আমি মনে করি, প্রত্যেক মানুষেরই একটি উচ্চতায় পৌঁছানোর জন্য একটি প্রক্রিয়া দরকার। আমি একটু ভাগ্যবান, আমার এই প্রক্রিয়া অন্যদের চেয়ে অপেক্ষাকৃতভাবে সংক্ষিপ্ত। গত বছর থেকে এখন পর্যন্ত আমি মোট ৫টি চলচ্চিত্রে অভিনয় করেছি'।

'মাউন্টেইন্স মে ডেপার্ট' চলচ্চিত্রে ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু'জন পুরুষ এবং একজন মহিলার মধ্যে ঘটে যাওয়া ভালোবাসা ও বিদায়ের গল্প বর্ণনা করা হয়। তথ্যমাধ্যম এভাবে এ চলচ্চিত্রের মূল্যায়ন করে, এটি হলো যুগের বিশাল পরিবর্তনের প্রেক্ষাপটে মানুষের ভাবানুভূতির মহাকাব্য। ২০ মে কান চলচ্চিত্র উত্সবে এ চলচ্চিত্রটির মিডিয়া প্রিমিয়ার প্রদর্শিত হয়।

এ চলচ্চিত্রে তোং চি চিয়েন অস্ট্রেলিয়ায় একজন অভিবাসীর চরিত্রে অভিনয় করেন। তিনি ৭ বছর বয়সে অস্ট্রেলিয়া যান। চলচ্চিত্রে তিনি ইংরেজি ভাষায় কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন,

'আমার জন্য ইংরেজি একটা বড় সমস্যা। এর আগে আমি কখনও ইংরেজি ভাষায় অভিনয় করি নি। সর্বশুরুতেই তেমন সুষ্ঠু ছিলো না। তবে চলচ্চিত্র পরিচালক এবং অন্য একজন অভিনেত্রীর সাহায্যে অধিক থেকে অধিকতর সুষ্ঠু হয়ে যায়। ইংরেজি ভাষায় অভিনয় করতে পছন্দ করি আমি। ইংরেজি খুব সুন্দর। শুটিংয়ের প্রতিটি দিন আমার মনে গভীর দাগ কেটেছে। চলচ্চিত্রের স্ক্রিপ্ট আমি খুব পছন্দ করি। সবাই পরিশ্রম করে কাজ করেছি, বিশেষ করে চলচ্চিত্র পরিচালক। এ চলচ্চিত্রের জন্য তিনি ৮ বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। চলচ্চিত্রের প্রত্যেক চরিত্রে চলচ্চিত্র পরিচালকের ভাবানুভূতি আছে'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040