Web bengali.cri.cn   
৬৮তম কান চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া চীনের তরুণ অভিনেতা তোং চি চিয়েন
  2015-06-04 10:04:50  cri



৬৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব গত ১৩ মে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয়। চলতি বছরের এ উত্সবে চীনা ভাষার দু'টি চলচ্চিত্র একই সাথে 'দ্য গোল্ডেন পাম এ্যাওয়ার্ডে' প্রতিদ্বন্দ্বিতা করে।

চলচ্চিত্র দু'টি হলো চীনের মুলভূভাগের চলচ্চিত্র পরিচালক চিয়া চাং খ্যয়ের নতুন চলচ্চিত্র 'মাউন্টেইন্স মে ডেপার্ট' এবং চীনের তাইওয়ানের চলচ্চিত্র পরিচালক হৌ সিও সিয়েনের পরিচালিত উসিয়া চলচ্চিত্র 'দ্য অ্যাসাসিন'।

১৩ মে কান চলচ্চিত্র উত্সবের শুরু হওয়ার রাতে তরুণ অভিনেতা তোং চি চিয়েন এবং 'মাইন্টেইন্স মে ডেপার্ট' চলচ্চিত্রের আরেকজন প্রধান অভিনেত্রী একসঙ্গে কানের লাল গালিচায় উপস্থিত হন।

সেই রাতে তোং চি চিয়েন কালো স্যুট পড়ে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করেন। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় তোং চি চিয়েনের পারফর্মেন্স সবাইকে মুগ্ধ করে।

সাক্ষাতকারে তোং চি চিয়েন প্রথমবারের মতো কান চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া এবং এ শহর প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন,

'আমি সত্যিই প্রথমবারের মতো কানে এসেছি। আসার আগে কান ছিলো আমার কাছে একটি কাঙ্ক্ষিত জায়গা। কারণ আমি চলচ্চিত্র খুব পছন্দ করি। তাই কান চলচ্চিত্র উত্সব আমার জন্য বিশেষ করে একটি কাঙ্ক্ষিত জায়গা। আসার পর আমি দেখেছি, এখানের সবকিছু আমার কল্পনার মতো প্রায় একই রকম। আমার কল্পনায় কান শহর অনেক সহজ।

এ শহরের সবকিছু প্রতি বছর আয়োজিত কান চলচ্চিত্র উত্সবের প্রতিপাদ্যকে কেন্দ্র করে গড়ে তোলা হয়। আমি ফ্রান্সও পছন্দ করি। এবার কানে এসে আমি দারুণ খুশি। চলচ্চিত্র সম্পর্কে অনেক জিনিস দেখে আমি আরো খুশি হয়েছি'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040