Web bengali.cri.cn   
৬৮তম কান চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া চীনের তরুণ অভিনেতা তোং চি চিয়েন
  2015-06-04 10:04:50  cri

তোং চি চিয়েন ১৯৯৩ সালে পেইচিংয়ে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে সিনিয়র মাধ্যম স্কুলে পড়ার সময় তিনি 'ইয়ং স্টাইল' নামের একটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে অভিনয়ের কারণে তিনি 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড'র শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কারে মনোনিত হন।

২০১৩ সালের শাংহাই চলচ্চিত্র উত্সবের মিডিয়া পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতাসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন তিনি। 'ইয়ং স্টাইল' চলচ্চিত্রে সিনিয়র মাধ্যমিক স্কুলের একজন আস্থাশীল এবং নিজের স্বপ্নে অটল থাকা একজন তরুণের চরিত্রে তিনি অভিনয় করেন। নিজের চরিত্রের প্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন,

'চলচ্চিত্রে চরিত্রের প্রকৃতি আমার নিজের সঙ্গে একদম মানানসই। আমার অভিনীত প্রত্যেক চরিত্র আমার জীবনের একটি অংশ'।

'মাউন্টেইন্স মে ডেপার্ট' চলচ্চিত্রের পরিচালক চিয়া চাং খ্য বলেন, তার এ চলচ্চিত্রের প্রধান অভিনেতা বেছে নেওয়ার জন্য তিনি অনেক কাজ করেছেন। কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি কোম্পানি তার জন্য অসংখ্য অভিনেতা মনোনয়ন করে। তবে তিনি অবশেষে তোং চি চিয়েনকে বেছে নেন। এ প্রসঙ্গে তোং চি চিয়েন বলেন,

'চলচ্চিত্র পরিচালক বিশ্বের বিভিন্ন জায়গায় অভিনেতা-অভিনেত্রীকে খুঁজেছেন। গত বছর আমি চলচ্চিত্র পরিচালকের সঙ্গে শাংহাইয়ে দেখা করি। আমরা সহযোগিতা চলাতে চাই এবং এই সহযোগিতা বাস্তবায়িত হয়েছে। এবারে আমরা চলচ্চিত্র নিয়ে কান চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছি। এ চলচ্চিত্র নির্মাণে যারা অংশ নিয়েছেন আমি তাদের নিয়ে গৌরব বোধ করি'।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040