Web bengali.cri.cn   
ভালোবাসা ও প্রতিশ্রুতির চলচ্চিত্র 'ওয়ার হর্স'
  2015-04-09 14:57:11  cri

অবশেষে জমিদারের সঙ্গে আলবার্টের বাবা একটি চুক্তিতে পৌঁছান। চুক্তি অনুযায়ী, জোই জমিদারের বিশাল পতিত জমি কর্ষণ করবে এবং এতে ফসল উত্পাদনের পর জমিদারের সব ভাড়া পরিশোধ করতে হবে।

আসলে জমিদারও সেউ ঘোড়াটিকে খুব পছন্দ করেন। নিলামে তিনি জোইকে না পেয়ে আলবার্টের পরিবারের সদস্যদেরকে মানহানি করতে চান। তবে আলবার্ট জোইয়ের সঙ্গে একসাথে সেই পতিত জমি কর্ষণ করার সিদ্ধান্ত নেন। সবাই মনে করেন, আলবার্টের এই ধারণা খুব হাস্যকর। কারণ জোই জমিতে কর্ষণ করতে সক্ষম এমন ধরনের ঘোড়া নয়।

আলবার্ট নিজের সিদ্ধান্তে অটল থাকেন। দিনের পর দিন তিনি জোইয়ের সঙ্গে পাথরে পরিপূর্ণ সেই পতিত জমিকে চাষ উপযোগী করার চেষ্টা করেও ব্যর্থ হন।

একদিন এক বিস্ময়কর ঘটনা ঘটে। ঝড়বৃষ্টির পর আলবার্ট লক্ষ্য করেন যে জমি নরম হয়ে এসেছে। তিনি খুব উদ্দীপ্ত হন। জোইকে নিয়ে তিনি জমি চাষ করা শুরু করেন। আলবার্টের পরিবারের সবাই খুব খুশি হন। তাঁরা ফসল পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন।তবে ভাগ্য সবসময়ই সহায় হয় না। একদিন আবার ঝড়বৃষ্টি হয়, এতে জমিতে চাষ করা সব সবজি রাতারাতি নষ্ট হয়ে যায়।

পরিবারের সবাই যেন গৃহহীন হয়ে না পড়েন সেজন্য আলবার্টের বাবা ছেলেকে না জানিয়ে জোইকে বৃটিশ বাহিনীর কাছে বিক্রি করে দেন।

ভাগ্যের বিষয় হলো যিনি জোইকে কেনেন তিনি একজন দয়ালু মানুষ। তিনি আলবার্টকে প্রতিশ্রুতি দেন যে, তিনি আত্মীয়কে যত্ন নেওয়ার মতো করে জোইকে যত্ন নেবেন এবং যুদ্ধ শেষ হলে অবশ্যই জোইকে তাঁর হাতে ফেরত দেবেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040