Web bengali.cri.cn   
ভালোবাসা ও প্রতিশ্রুতির চলচ্চিত্র 'ওয়ার হর্স'
  2015-04-09 14:57:11  cri


মার্কিন চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর একটি হলো 'ওয়ার হর্স' চলচ্চিত্র। চমত্কার গল্পের গাঁথুনী ও শৈল্পিক দৃশ্য বিন্যাস এ চলচ্চিত্রটিকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এক কথায় উষ্ণতা ও মুগ্ধতায় ভরপুর এই চলচ্চিত্র।

'ওয়ার হর্স' চলচ্চিত্রটি একটি চমত্কার দৃশ্যের মধ্য দিয়ে শুরু হয়। এতে ২০ শতাব্দীর বৃটিশ স্টাইলের বিশাল চারণভূমি, তৃণভূমি, জমিদারি, নীল ও বিশুদ্ধ আকাশ দর্শকের চোখের সামনে ভেসে ওঠে।

১৯১৪ সালে ইংল্যান্ডের একটি ছোট জেলায় আলবার্ট নামে এক ছেলে স্বচক্ষে একটি ঘোড়ার জন্মগ্রহণের প্রক্রিয়া দেখেন। দিন দিন ঘোড়াটি বড় হতে থাকে। ব্যবসায়ীরা নিলামে বিক্রি করার জন্য ঘোড়াটিকে বাজারে নিয়ে আসেন।

আলবার্টের বাবা এই সুদর্শন ঘোড়াকে প্রথমবার দেখেই তা কেনার জন্য সিদ্ধান্ত নেন।

আলবার্ট এই ঘোড়াটিকে জোই নামে ডাকেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে ঘোড়াটির যত্ন নেন এবং একজন বন্ধুর মতো তার সাথে কথা বলেন।

আসলে সুখের দিন সবসময়ই স্বল্পস্থায়ী হয়। এদিকে জমিদারকে ভাড়া দেয়ার সময় কাছে চলে আসে।আলবার্টের বাবা সব টাকা দিয়ে জোইকে কেনার কারণে তিনি অতিরিক্ত টাকা দিতে পারেন না।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040