Web bengali.cri.cn   
চীনের মহান চলচ্চিত্র তারকা ম্যাগি চেউং
  2015-02-12 15:32:07  cri

২০০৪ সালের পর ম্যাগি চেউং টানা ৮ বছর কোনো চলচ্চিত্রে অভিনয় করেন নি। তিনি বলেন, তিনি ইতোমধ্যেই ৮০টিরও বেশি চলচ্চিত্রে নানা ধরণের চরিত্রে অভিনয় করেছেন। কোনো একটি স্ক্রিপ্ট দেখে যদি তিনি মুগ্ধ না হন, তাহলে তিনি অভিনয় করবেন না। জানা গেছে, ২০০৪ সালের পর তিনি এই অজুহাতে প্রায় ৪০টিরও বেশি স্ক্রিপ্ট প্রত্যাখ্যান করেছেন।

২০০৪ সালের পর ম্যাগি চেউং তাঁর অধিকাংশ সময় নিজের জীবন, গণ-কল্যাণমূলক শিল্প এবং সঙ্গীতের ক্ষেত্রে ব্যয় করেন।

২০০৮ সালের মে মাসে সি ছুয়াং প্রদেশের ওয়েন ছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর তিনি ভূমিকম্প-কবলিত অঞ্চলের জন্য ২০ লাখ ইউয়ান রেনমিনপি দান করেন। ২০১০ সালে তিনি জাতিসংঘ শিশু তহবিলের চীনা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১০, ২০১১ ও ২০১২ সালে পৃথক পৃথকভাবে ইউন নান, সিছুয়ান ও চিয়াংসুসহ বিভিন্ন জায়গার শিশুদের সঙ্গে দেখা করেন।

তা ছাড়া, ফ্যাশন মহলে তাঁর প্রভাবের ওপর নির্ভর করে ২০১০ সালে তিনি মার্কিন ডিজাইনারদের সঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের জন্য ধারাবাহিক বিশেষ ডিজাইন সৃষ্টি করেন। এ ধারাবাহিক বিশেষ ডিজাইনের মধ্যে মোট পাঁচ সেট কাপড় রয়েছে এবং এ ডিজাইনের অনুপ্রেরণা তিনি পেয়েছেন তাঁর অভিনীত পাঁচটি চলচ্চিত্র থেকে। এ পাঁচ সেট কাপড় নিলামে বিক্রি করার টাকা জাতিসংঘ শিশু তহবিলকে প্রদান করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সঙ্গীত হলো ম্যাগি চেউংয়ের আরেকটি সখের জিনিস। 'ক্লিন' চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি কোনো কোনো সঙ্গীতজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাকের জন্য চারটি গানে কণ্ঠ দেন। তারপর তিনি কম্পিউটারের সফ্টওয়্যারের মাধ্যমে সঙ্গীত তৈরি করতে শিখে ফেলেন এবং নিউইয়র্ক, আইসল্যান্ড ও নরওয়েসহ বিভিন্ন দেশের সঙ্গীতজ্ঞদের সঙ্গে সঙ্গীত সৃষ্টি করতে শুরু করেন। ২০১২ সালের অক্টোবর মাসে তিনি সঙ্গীত দল নিয়ে পেইচিংয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে 'ভিশনারি হার্ট' নামে একটি গান পরিবেশন করেন। তিনি নিজের উদ্যোগে গানের কথা লেখেন এবং নিউইয়র্কের সঙ্গীতজ্ঞদের সাথে সুর আরোপ করেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040