Web bengali.cri.cn   
চীনের মহান চলচ্চিত্র তারকা ম্যাগি চেউং
  2015-02-12 15:32:07  cri

এক সাক্ষাত্কারে ম্যাগি চেউং পরিচালক কারউয়াই উয়োংয়ের সহযোগিতা প্রসঙ্গে বলেন, 'এ্যাজ টিয়ার্স গো বাই' চলচ্চিত্র হলো তাঁর মনোযোগের সাথে অভিনয়ের মোকাবেলার সূচনা। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি একটি নতুন যুগে প্রবেশ করেন। আরো বেশি চলচ্চিত্র পরিচালকেরা এ চলচ্চিত্রে ম্যাগি চেউংয়ের অভিনয় দেখে একজন অভিনেত্রী হিসেবে তাঁর সম্ভাবনার শক্তি দেখতে পান।

'এ্যাজ টিয়ার্স গো বাই' চলচ্চিত্রের পর ম্যাগি চেউং বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে তিনি আরো বেশি করে চরিত্রের বৈশিষ্ট্যের ওপর গুরুত্বারোপ করেন, ফলে তাঁর অভিনীত চলচ্চিত্র অব্যাহতভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

১৯৮৯ সালে চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুয়ানয়ের 'ফুল মুন ইন নিউইয়র্ক' চলচ্চিত্রের মাধ্যমে ম্যাগি চেউং তাইওয়ানের 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে' সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব লাভ করেন। ১৯৯০ সালে তিনি অ্যানথোনি চানের পরিচালিত 'এ ফিশি স্টোরি' চলচ্চিত্রের মাধ্যমে 'হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস'এর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাবও লাভ করেন।

১৯৯৪ সালে ম্যাগি চেউং অস্থায়ীভাবে চলচ্চিত্র অঙ্গন ত্যাগ করেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040