Web bengali.cri.cn   
চীনের মহান চলচ্চিত্র তারকা ম্যাগি চেউং
  2015-02-12 15:32:07  cri

পরে ১৯৯৬ সালে তিনি ফ্রান্সের পরিচালক ওলিভিয়ের আসায়াসের পরিচালিত 'ইরমা ভেপ' চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় চলচ্চিত্র উত্সবে চলচ্চিত্র পর্যালোচকসহ চলচ্চিত্র অনুরাগীদের মন জয় করে। এই চলচ্চিত্রের মাধ্যমে ম্যাগি চেউং এশিয়া ছাড়া বাইরের দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন।

এরপর পরিচালক পিটার চানের 'অলমোস্ট এ লাভ স্টোরি' চলচ্চিত্রের মাধ্যমে ম্যাগি চেউংয়ের অভিনয় জীবনে আরেকটি বিশাল খ্যাতির পথ সূচনা হয়।

মার্কিন সাপ্তাহিক 'টাইমস' এই চলচ্চিত্রটিকে ১৯৯৭ সালে বিশ্বের দশটি চলচ্চিত্রের মধ্যে অন্যতম একটি চলচ্চিত্র হিসেবে ঘোষণা করে।

১৯৯৮ সালে ম্যাগি চেউং ফ্রান্সের পরিচালক ওলিভিয়ের আসায়াসকে বিয়ে করেন। মাত্র তিন বছর তাদের মধ্যে এই বৈবাহিক সম্পর্ক বজায় ছিল। বিবাহবিচ্ছেদের পরও পরিচালক আসায়াস ম্যাগি চেউংয়ের অভিনয়ের কৌশলের প্রতি আগ্রহী ছিলেন। তিনি ২০০৪ সালে ম্যাগি চেউংয়ের জন্য 'ক্লিন' নামে একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট তৈরি করেন। চলচ্চিত্রে ম্যাগি চেউং 'এমিলি' নামে একজন গায়িকার চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে এমিলি মাদকদ্রব্য থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন এবং অবশেষে নিজের ছেলের আস্থা অর্জন করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি ২০০৪ সালের কান চলচ্চিত্র উত্সবে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন। তিনি হচ্ছেন কান চলচ্চিত্র উত্সবে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জনকারী প্রথম এশীয় অভিনেত্রী।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040