Web bengali.cri.cn   
নুউভো সিনেমা প্যারাডাইসো
  2014-08-07 15:44:27  cri

সাধারণ এক সৈন্য এক রাজকুমারীকে ভালোবেসে ফেলেন। একদিন সৈন্য রাজকুমারীকে মনের ভালোবাসা প্রকাশও করেন। অহংকারী রাজকুমারী তাকে বলেন, তুমি যদি আমার জানালার নীচে একশো দিন ও একশো রাত অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো। রাজকুমারীর একথা শুনে সৈন্য এক দিন, দুই দিন, তিন দিন করে রাজকুমারীর জানালার নীচে দাঁড়িয়ে থাকতে শুরু করলেন।এসময় প্রতি রাতে রাজকুমারী খেয়াল করতেন যে, বাতাস, ঝড়-বৃষ্টি,তুষার উপেক্ষা করে সৈন্যটি সেখানে দাঁড়িয়ে আছে। এভাবে উনসত্তরটি দিন পার হয়ে গেলো। সৈন্যের চোখ দিয়ে পানি বের হয়ে আসতে শুরু করলো। অবশেষে উনসত্তর-তম রাতে তিনি চলে গেলেন।

এই গল্পের কোনো পরিসমাপ্তি নেই। আলফ্রেদো তোতোকে বললেন, 'এ গল্পের শেষে কি হবে তা সম্পর্কে আমাকে জিজ্ঞাস করো না। তুমি নিজেই চিন্তা করবে। কোনো ফলাফল মনে পড়লে আমাকে বলবে'।

আলফ্রেদোর এই গল্প সম্পর্কে তোতো কিছুই বুঝতে পারলো না। গল্পের সেই সৈন্যের মতো দিনের পর দিন এলেনার জানালার নীচে দাঁড়িয়ে অপেক্ষা করা শুরু করলো তোতো। অবশেষে এলেনার মন গলে গেলো। তিনি তোতোর ত্যাগে অভিভূত হয়ে পড়লেন। অন্য সব প্রেমিক-প্রেমিকাদের মতো তারাও প্রেম করতে শুরু করলেন। হঠাত তাদের এই প্রেমে বাধা হয়ে দাঁড়ালো এলেনার মা-বাবা। কারণ তোতো খুবই গরীব একজন ছেলে।

তোতো সেনাবাহিনীতে সেবা করতে চলে গেলেন এবং এলেনা অন্য একটি জায়গায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা শুরু করলেন।

সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে তোতো জন্মস্থানে ফিরে আসেন। তিনি একদিনের জন্যও এলেনাকে ভুলে যান নি, তবে তাদের দু'জনের সম্পর্ককে বিচ্ছিন্ন করা হয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040