Web bengali.cri.cn   
নুউভো সিনেমা প্যারাডাইসো
  2014-08-07 15:44:27  cri



চলচ্চিত্রটিতে ইতালির সিসিলি দ্বীপের একটি ছোট জেলায় বসবাস করা একজন ছেলের বড় হওয়ার গল্প বর্ণনা করা হয়েছে। পাশাপাশি তখনকার সময়ের ইতালির সমাজ ব্যবস্থা তথা বিরাজমান বিভিন্ন বাস্তবতাও তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রটিতে।

বলতে গেলে, চলচ্চিত্রের প্রধান চরিত্র তোতো ছোটবেলা থেকেই খুবই দুষ্টু ও চটপটে। বিভিন্ন জিনিস দেখতে চায়,জানতে চায় সে। বিশেষ করে ছোটবেলা থেকেই চলচ্চিত্র দেখতে পছন্দ করে তোতো। শুধু তাই নয়, জেলার একমাত্র চলচ্চিত্র প্রদর্শনকারী মানে প্রক্ষেপক আলফ্রেদো যখন চলচ্চিত্র এডিট করতেন, তখন তোতো তা দেখতেও খুব পছন্দ করতো।

৪০'র দশকে ইতালির এই ছোট জেলায় প্রকাশ্যে চলচ্চিত্র প্রদর্শনে অনেক বাধানিষেধ ছিল। সেখানে সব চলচ্চিত্র প্রকাশ্যে প্রদর্শনের আগে যাজকের উদ্যোগে কড়াভাবে পর্যবেক্ষণ করা হতো। চলচ্চিত্রে চুমুসহ আপত্তিকর দৃশ্যসমূহ কেটে ফেলার পর কেবলই তা প্রদর্শনের জন্য অনুমতি দেয়া হতো। তাই জেলার বসবাসকারীরা চলচ্চিত্র দেখার সময় যখন বুঝতে পারতেন যে, প্রধান চরিত্রদের চুমুর দৃশ্য কেটে ফেলা হয়েছে তখন তারা সবাই টিটকারি করতেন এবং যখন তারা অনেক আবেগময় দৃশ্য দেখতেন, তখন তারা বেদনায় কেঁদে ফেলতেন।

এক কথায় বলা যায়, সেসময় এই জেলার বসবাসকারীদের কাছে সিনেমা ছিলো একটি চমত্কার, জাঁকজমকপূর্ণ বিনোদনের মাধ্যম।

ছোট তোতো পরিবর্তিত অদ্ভুত দৃশ্য বয়ে আনা এসব ফিল্মকে মূল্যবান সম্পদ মনে করতো। তখন থেকেই সে আলফ্রেদোর মতো একজন প্রক্ষেপক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040