Web bengali.cri.cn   
লিপ ইয়ার
  2013-07-11 18:29:52  cri

এরপর একদিন আন্না আর জেরেমি বোস্টেনে তাদের নতুন এবং বিলাশবহুল বাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টি উপভোগ করছিল। সেখানে জেরেমি কথা প্রসঙ্গে বন্ধুদেরকে বলেন, আন্নাকে বিয়ের প্রস্তাব করার পিছনে রয়েছে তাঁর পেশা ও পদমর্যাদাগত উন্নতির সুযোগগুলোকে কাজে লাগানো। তাঁর এই কথায় আন্নার মনে ভীষণ রকম আঘাত পায়। আন্নার মনে আবারও যেন সেই তুষার ঝড়ের তান্ডব শুরু হয়। হঠাত্ তার মনে পড়লো ডেকল্যানের করা আগুন লাগা বিষয়ক সেই প্রশ্নটি-আপনার হাতে মাত্র ৬০ সেকেন্টের সময় আছে। আপনি ঠিক কি নিয়ে বের হবেন?। আন্না তাত্ক্ষণিক ভাবে ফায়ার এলার্মের সুইচ চেপে দেয়, বেজে ওঠে ফায়ার এলার্ম এবং জেরেমিকে প্রশ্ন করে যে, এখান থেকে বের হবার সময়ে সাথে কি নিয়ে বের হবে। এই প্রশ্নে জেরেমির বাছাই হলো মোবাইল ফোন, কম্পিউটার, টাকার বাক্স আর মূ্ল্যবান সবকিছু। কিন্তু এই একই প্রশ্নে ডেকল্যানের উত্তর ছিল তাঁর দাদির রেখে যাওয়া ঐতিহ্যবাহী দ্য ক্লাদ্দাকহ আংটি নিয়ে বের হবে। কারণ ভবিষ্যতে সে তাঁর স্ত্রীকে উপহার হিসেবে এই আংটিই দিতে চায়। সেই মুহুর্তে আন্না বুঝতে পারল যে, হার্ট বিশেষজ্ঞ জেরেমি তাঁর জন্য সব ধরণের বস্তুগত সামগ্রী আর পণ্যদ্রব্যের চাহিদা পূরণ করতে পারবে সহজেই। কিন্তু তাঁর চাওয়া সত্যি ভালোবাসা দিতে পারবে না কখনোই।

এরপর আন্না বিনা দ্বিধায় ডেকল্যানের কাছে চলে যায়। ফলে এই চলচ্চিত্রের আনন্দময় পরিণতি অবশেষে দর্শক চিত্তে উষ্ণ অনুভূতির পরশ বুলিয়ে দেয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040