Web bengali.cri.cn   
লিপ ইয়ার
  2013-07-11 18:29:52  cri

কিন্তু ফেব্রুয়ারি মাসে আয়ার‌ল্যান্ডের আবহাওয়া বেশ কঠিন আর ঝুকিপূর্ণ থাকে। তুষার ঝড়, বৃষ্টি-বাদল প্রায় প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে এই সময়। তাই আন্নার ডাবলিন যাত্রা পথ অসম্ভব কঠিন সব অভিজ্ঞতার মধ্যদিয়ে শেষ হয়। এ যাত্রা পথে আন্নার বিমান ভারী তুষারঝড়ের পড়ে মাঝপথেই ওয়েলসের একটি যায়গায় জরুরী অবতরণ করতে বাধ্য হয়। আন্না সেখান থেকে জাহাজে করে ডাবলিনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানেও তীব্র ঝড়বৃষ্টির কারণে আন্নার জাহাজ আয়ারল্যান্ডের একটি খুব ছোট জেলা ডিংগলের নৌবন্দরে ভিড়াতে বাধ্য হয়। এদিকে আন্নাও যেন বিরূপ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। সেও ডাবলিনে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে ওঠে আর এ জন্য আন্না প্রায় পাঁচ শ ইউরো দিয়ে ডেকল্যান নামে ডিংগল জেলার এক হোটেল মালিককে নিয়োগ করে। শর্ত হচ্ছে ডেকল্যান তাঁর গাড়ি দিয়ে আন্নাকে ডাবলিনে পৌঁছে দিবে।

কিন্তু এ যাত্রা পথও আন্নার জন্য সুখকর হলো না। বেশ কিছুদূর যাবার পর ডেকল্যানের পুরানো গাড়িটি নষ্ট হয়ে যায়। শুধু তাই নয় এ সময় আন্নার লটবহরসহ যাবতীয় বাক্সপেটরা চুরি হয়ে যায়। এদিকে সেখান থেকে ডাবলিনে যাওয়ার জন্য সপ্তাহে মাত্র একটি ট্রেন সেটাও ধরতে ব্যর্থ হয়েছে আন্না। অবশেষে পরবর্তী সপ্তাহের ট্রেনটির অপেক্ষা করা ছাড়া আন্নার সামনে আর কোনো পথই খোলা রইল না। কিন্তু ছোট্ট সে এলাকার হোটেলে থাকার জন্য নিজেদেরকে দম্পতির পরিচয় দিয়েই কেবল এক সপ্তাহের জন্য থাকার ব্যবস্থা করতে সক্ষম হয়। এক কথায় বলা যায়, অসম্ভব কঠিন সব অভিজ্ঞাতা আন্নার শরীর ও মনের ওপর দিয়ে তুষার অধিক ভারী ঝড় বয়ে দিয়েছে। কিন্তু এতকিছু সত্ত্বেও আন্নার প্রত্যয় থেকে এতটুকু টলাতে পারেনি কেউ।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040